সোমবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাড়িতে যান জাতিসংঘ মহাসচিবের দূত। তার সঙ্গে বৈঠকে বিএনপি নেতাদের মধ্যে ছিলেন স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, সহসভাপতি শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহউদ্দিন আহমেদ।
রাজনৈতিক সঙ্কট এড়িয়ে দুই প্রধান দলকে সমঝোতায় রাজি করাতে শুক্রবার ঢাকায় পৌঁছনোর পরদিনই খালেদা জিয়ার সঙ্গে প্রথম বৈঠক করেন জাতিসংঘের সহকারী মহাসচিব।
সেদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও বৈঠক করেছিলেন ফার্নান্দেজ-তারানকো। মঙ্গলবার বিকালেও তার সঙ্গে তিনি বৈঠক করতে যাচ্ছেন বলে গণভবন সূত্র জানিয়েছে।
ফার্নান্দেজ-তারানকো খালেদা জিয়ার সঙ্গে বৈঠকের পরদিন শমসের মবিনের বাড়িতে যান। সেখানে বৈঠকে শমসের মবিনের সঙ্গে সাবিহ উদ্দিনও ছিলেন।
এই সব বৈঠকের বিষয়বস্তু বিএনপির পক্ষ থেকে কিছু বলা হয়নি। ফার্নান্দেজ-তারানকোর সঙ্গে বৈঠকের পর আওয়ামী লীগ বলেছে, প্রাথমিক আলোচনা হয়েছে।
ফার্নান্দেজ-তারানকো সোমবার জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠক করেন।
এর আগে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ, ড. কামাল হোসেনের নেতৃত্বে নাগরিক সমাজের একটি প্রতিনিধি দলের সঙ্গেও আলোচনা করেন তিনি।
এই তিন দিনে কূটনীতিকদের মধ্যে ভারতের হাইকমিশনার পঙ্কজ শরণ, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজীনা, রুশ রাষ্ট্রদূত আলেক্সান্ডার নিকোলায়েভের সঙ্গেও তার আলোচনা হয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।