তোমাকে পাঠান্তে থাকে অর্থের ব্যঞ্জনা
[শাফিক আফতাব]
তোমাকে কাব্য ভাবি__ভেবে পাঠি করি নিরন্তর
শব্দার্থের চেয়ে ভাবার্থ ভাবায় আমাকে তুখোর__আবার
প্রতীক আর চিত্রকল্পের দৃশ্যে আমি তোমাতে হই বিভোর
তোমার সমগ্র কাব্যের আবেশে চোখে ঘুম আসে।
তোমাকে প্রতিদিন পাঠ করে করে হৃদয়ে ধারণ করি চেতনা
ছন্দ সংগীতে বোধে আসে আবহমান এক আদিম প্রেমের গান
তোমাকে পাঠান্তে থাকে অর্থের ব্যঞ্জনা
অনুভবে বুঝে নিই শুধু __বুঝিনা যখন বাজাও তান।
তোমাকে পাঠে অধ্যয়নে মননে পেলাম বোধের সম্ভার
তবু তোমাকে পাঠান্তে মনে হয় কিছুই হয়নি এই কাব্য পাঠ
গভীর মনোনিবেশে আমি তোমাকে পাঠ করি আবার __
তখন আবার মনে হয় পড়েছি, কেটেছি ধান, এখন শূন্য মাঠ।
তোমাকে নিবিড় পাঠে, রচি অভিসন্দর্ভ __
তবু তোমাকে গহীন মনে হয়, গভীর তোমার পুলকের গর্ভ।
১০.১২.২০১৩
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।