হঠাৎ এসেছিলে চোখের আলোতে, হারিয়ে ফেলেছি এক ঝলকে।
স্মৃতির পাতায় ফেলে আসা সেই দিনগুলোতে,
আমি চাই নি হতে সেই মুক্ত বিহঙ্গ।
চেয়েছিলাম হতে তোমার হৃদয়ের চিলেকোঠায় বন্দী অনন্তকাল।
ইট কাঠের এই যান্ত্রিক শহরে কয়েদী হয়ে
দুটি প্রাণ, থাকব দুজনার অস্তিত্বে মিলেমিশে একাকার।
হৃদয় খাঁচায় পাশাপাশি বন্দী,
হাতে রেখে হাত।
সময়ের বিবর্তনে
আজ ধোঁয়াটে সেই রঙিন স্বপ্নগুলি।
অনিশ্চয়তার অনলে দগ্ধ হয়ে,
থমকে আছে বিষণ্ণতার দুর্বিপাকে ঘেরা এক নিশ্চল সময়ে।
তবুও আগলে রেখেছি পরম যতনে।
একাগ্রচিত্তে বিষাদটাকে ভস্ম করে,
বন্ধুর পথ ধরে চলেছি হেঁটে অনির্দিষ্টকাল।
আজ আমি হতে চাই
শত বিনিদ্র তিমির রজনী ঘুরে বেড়ানো,
মহাকালের গর্ভে হারিয়ে যাওয়া এক দিকভ্রান্ত পথিক।
কুয়াশাভেজা ওই স্নিগ্ধ ভোরের দিগন্তে,
উড়ে চলে যাব গন্তব্যহীন।
বিষণ্ণতার প্রতীক হয়ে,
যেন এক নব মুক্ত বিহঙ্গ।
বিষাদে ভরা রক্তাক্ত হৃদয়টাকে বন্ধক রেখে,
ভরহীন সেই কাশফুলের মত ভেসে চলে যাব বহুদূরে।
হারিয়ে যাব সীমাহীন নির্জনতায়,
হয়তো বা সেই অজানা না ছোঁয়ার দেশে।
শুধু তুমি থাকবে না পাশে,
শুধু তুমিই থাকবে না।
থাকবে শুধু বুকের বামপাশটায়, চিরকাল অমলিন
একটুখানি সূক্ষ্ম ক্লেশ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।