আমাদের কথা খুঁজে নিন

   

অবিশ্বাস্য কান্ড! এসব ছাগল কি স্পাইডার ম্যান থেকে অনুপ্রাণিত! ( না দেখলে চরম মিস)

প্রতিটি শিশুই সুন্দর, কিন্তু সুন্দর চোখের অভাবে আমরা তা দেখতে পাইনা। আপনার সামনে কখনো কোন শিশু খাবারের জন্য হাত পাতলে তাকে দয়া করে ফিরিয়ে দিবেন না। ধমক দিবেন না। ওর দিকে একটু মমতার হাত বাড়িয়ে দিন। দেখবেন ওর মুখে কি দারুন হাসি। আর আপনি পাবেন নির্মল আনন্দ

সাধারণ চোখে দেখলে বুঝার উপায় নেই ইতালির Gran Paradiso National Park এর বিশাল দেয়ালে কি হচ্ছে, একটু কাছ থেকে দেখলেই বুঝা যাবে সেখানে অসংখ্য ছাগল দেয়াল বেয়ে উঠে যাচ্ছে উপরে অনেকটা স্পাইডার ম্যানের মতই। বিশাল বাঁধের দেয়াল! উচ্চতা কম করে হিসেব করলেও হাজার ফুট তো হবেই, সেখানে নিরাপত্তা ছারা মানুষের পক্ষেই আরোহণ অসম্ভব কিন্তু বিনা ঝামেলায় বেয়ে উঠে যাচ্ছে কিনা এক দল ছাগল! এটা কি করে সম্ভব! অনেকেই ভাবতে পারেন এসব ফটোশপ কিংবা অন্য কোন কার সাজি! কিন্তু প্রকৃত ঘটনা হচ্ছে এসব ছাগল সত্যি সত্যি এই বিশাল খাড়া দেয়াল বেয়ে উপরে উঠে এবং নিরাপদে নেমেও আসে! বিশেষজ্ঞরা বলেন এসব দেয়ালের অপর পাশে রয়েছে সাগর সেখান থেকে লবণাক্ত জলবায়ু এর প্রভাবে দেয়ালের গায়ে প্রচুর খনিজ লবণ লেগে থাকে যা এসব আরোহণকারী ছাগলের স্বাস্থ্যের জন্য খুব প্রয়োজনীয়, আর নিজেদের জন্য প্রয়োজনীয় খনিজ লবণ এবং দেয়ালের গায়ে আগাছা লতা পাতা খেতেই এসব ছাগল পাল পশুচারণের উদ্দেশ্য নিয়েই এই বিপদ জনক কাজ করে থাকে। দীর্ঘদিন ধীরে ধীরে আরোহণ করার ফলে এসব ছাগল এবং তাদের ছানাদের এক ধরণের অভিজ্ঞতা এবং বিবর্তন হয়ে গেছে, ফলে তাদের জন্য এটা কোন অবাক করার মত ঘটনা নয় এবং তারা বিশাল এই দেয়ালের উপর থেকে নিচে সর্বত্র নিরাপদেই বিচরণ করতে পারে। সূত্রঃ Viralnova

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.