আমাদের কথা খুঁজে নিন

   

এসএসসি পরীক্ষা প্রস্তুতি ২০১৪

১. কোনটি অম্লীয় অক্সাইড?

ক. PbO খ. SiO2

গ. Fe2O3 ঘ. Cu2O

২. কোনটি অধাতু হওয়া সত্ত্বেও বিদ্যুৎ পরিবাহী?

ক. S    খ. P    গ. C  ঘ. Cl

৩. কোনটি বেকিং পাউডারের সংকেত?

ক. Na2CO3     খ. CaO  গ. NaHCO3     ঘ. H2CO3

৪. ফসফরাস কোন গ্রুপের মৌল?

ক. IV  খ. V  গ. VI  ঘ. VII

৫. সব ধাতুর কোন লবণ পানিতে দ্রবণীয়?

ক. কার্বনেট খ. নাইট্রেট

গ. ফসফেট ঘ. সালফেট

৬. কোনটি লাফিং গ্যাস?

ক. NO       খ. N2O      গ. NO2        ঘ. N2O5

৭. কোনটি গ্রুপ VII এর অক্সাইড?

ক. SO3 খ. Cl2O7   গ. NO2    ঘ. CO2

৮. অগ্নিনির্বাপক হিসেবে কোনটি ব্যবহৃত হয়?

ক. CO2   খ. NO2   গ. NH3  ঘ. SO3

৯. কোন গ্যাসটির বর্ণ বাদামি?

ক. N2O5  খ. NO2    গ. NO   ঘ. CO2

 

১০. শুষ্ক নাইট্রেট লবণে কোন এসিড যোগ করলে উত্তপ্ত করলে নাইট্রিক এসিড পাওয়া যায়?

ক. HCl      খ. H2SO4      গ. H2CO3     ঘ. H3PO4

১১. কোন গ্যাসটি বিরঞ্জক এবং ফলমূলের পচন রোধে ব্যবহৃত হয়?

ক. SO2  খ. SO3 গ. NO2 ঘ.  N2O5

১২. কোনটি দ্বিক্ষারকীয় এসিড?

ক. H2SO4     খ. HCl      গ. H3PO4     ঘ. CH3COOH

১৩. সিলিকার বিশুদ্ধ রূপ কোনটি?

ক. কোয়ার্টজ খ. কার্বাইড

গ. হিরক ঘ. ডায়মন্ড

১৪. কোন গ্যাসটি ক্ষারকীয়?

ক. CO2      খ. NH3      গ. SO     ঘ. NH3

১৫. N2O3 যৌগে ঘ-এর সুপ্ত যোজনী কত?

ক. 2 খ. 3 গ. 4 ঘ. 5

১৬. H2SO4-এ S এর সুপ্ত যোজনী কত?

ক. 0 খ. 2 গ. 4 ঘ. 6

১৭. পাইরো সালফিউরিক এসিডে পরমাণুর সংখ্যা (ঐ২ঝ২ঙ৭) কতটি?

ক. 7 খ. 9 গ. 11 ঘ. 15

১৮. ক্লোরিনের বর্ণ কিরূপ?

ক. সবুজাভ নীল খ. সবুজাভ হলুদ

গ. নীলাভ সবুজ ঘ. হলুদাভ সবুজ

১৯. সাধারণ তাপমাত্রায় কোনটি তরল পদার্থ?

ক.Cl2 খ. Br2 গ. I2 ঘ. F2

২০. কোনটি পরিবর্তনশীল যোজনী দেখায় না?

ক. S   খ. C   গ. P   ঘ. Cl

২১. হিরকের আপেক্ষিক গুরুত কত?

ক. 3.5   খ. 2.3  গ. 4.5  ঘ. 3.6

২২. কোনটি পানির সঙ্গে বিক্রিয়া করে না?

ক. Na2O খ. P2O5 গ. SO3  ঘ. SiO2

২৩. বায়ুমণ্ডলে ভর হিসেবে শতকরা কতভাগ অঙ্েিজন থাকে?

ক. ২৩ খ. ২১ গ. ৪৩ ঘ. ২৬

২৪. কোন আয়নটি বলয় পরীক্ষা দেয়?

ক. NO2   খ. NO3 গ. CO3 ঘ. HCO3

২৫.সালফারের একটি অণুতে কতটি পরমাণু বিদ্যমান?

ক. ৬ খ. ৭ গ. ৮ ঘ. ১০

 

উত্তরমালা : ১.খ ২.গ ৩.গ ৪.খ ৫.খ ৬.খ ৭.খ ৮.ক ৯.খ ১০.খ ১১.ক ১২.ক ১৩.ক ১৪.খ ১৫.ক ১৬.ক ১৭.গ ১৮.খ ১৯.খ ২০.ঘ ২১.ক ২২.ঘ ২৩.ক ২৪.খ ২৫.গ।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.