১. কোনটি অম্লীয় অক্সাইড?
ক. PbO খ. SiO2
গ. Fe2O3 ঘ. Cu2O
২. কোনটি অধাতু হওয়া সত্ত্বেও বিদ্যুৎ পরিবাহী?
ক. S খ. P গ. C ঘ. Cl
৩. কোনটি বেকিং পাউডারের সংকেত?
ক. Na2CO3 খ. CaO গ. NaHCO3 ঘ. H2CO3
৪. ফসফরাস কোন গ্রুপের মৌল?
ক. IV খ. V গ. VI ঘ. VII
৫. সব ধাতুর কোন লবণ পানিতে দ্রবণীয়?
ক. কার্বনেট খ. নাইট্রেট
গ. ফসফেট ঘ. সালফেট
৬. কোনটি লাফিং গ্যাস?
ক. NO খ. N2O গ. NO2 ঘ. N2O5
৭. কোনটি গ্রুপ VII এর অক্সাইড?
ক. SO3 খ. Cl2O7 গ. NO2 ঘ. CO2
৮. অগ্নিনির্বাপক হিসেবে কোনটি ব্যবহৃত হয়?
ক. CO2 খ. NO2 গ. NH3 ঘ. SO3
৯. কোন গ্যাসটির বর্ণ বাদামি?
ক. N2O5 খ. NO2 গ. NO ঘ. CO2
১০. শুষ্ক নাইট্রেট লবণে কোন এসিড যোগ করলে উত্তপ্ত করলে নাইট্রিক এসিড পাওয়া যায়?
ক. HCl খ. H2SO4 গ. H2CO3 ঘ. H3PO4
১১. কোন গ্যাসটি বিরঞ্জক এবং ফলমূলের পচন রোধে ব্যবহৃত হয়?
ক. SO2 খ. SO3 গ. NO2 ঘ. N2O5
১২. কোনটি দ্বিক্ষারকীয় এসিড?
ক. H2SO4 খ. HCl গ. H3PO4 ঘ. CH3COOH
১৩. সিলিকার বিশুদ্ধ রূপ কোনটি?
ক. কোয়ার্টজ খ. কার্বাইড
গ. হিরক ঘ. ডায়মন্ড
১৪. কোন গ্যাসটি ক্ষারকীয়?
ক. CO2 খ. NH3 গ. SO ঘ. NH3
১৫. N2O3 যৌগে ঘ-এর সুপ্ত যোজনী কত?
ক. 2 খ. 3 গ. 4 ঘ. 5
১৬. H2SO4-এ S এর সুপ্ত যোজনী কত?
ক. 0 খ. 2 গ. 4 ঘ. 6
১৭. পাইরো সালফিউরিক এসিডে পরমাণুর সংখ্যা (ঐ২ঝ২ঙ৭) কতটি?
ক. 7 খ. 9 গ. 11 ঘ. 15
১৮. ক্লোরিনের বর্ণ কিরূপ?
ক. সবুজাভ নীল খ. সবুজাভ হলুদ
গ. নীলাভ সবুজ ঘ. হলুদাভ সবুজ
১৯. সাধারণ তাপমাত্রায় কোনটি তরল পদার্থ?
ক.Cl2 খ. Br2 গ. I2 ঘ. F2
২০. কোনটি পরিবর্তনশীল যোজনী দেখায় না?
ক. S খ. C গ. P ঘ. Cl
২১. হিরকের আপেক্ষিক গুরুত কত?
ক. 3.5 খ. 2.3 গ. 4.5 ঘ. 3.6
২২. কোনটি পানির সঙ্গে বিক্রিয়া করে না?
ক. Na2O খ. P2O5 গ. SO3 ঘ. SiO2
২৩. বায়ুমণ্ডলে ভর হিসেবে শতকরা কতভাগ অঙ্েিজন থাকে?
ক. ২৩ খ. ২১ গ. ৪৩ ঘ. ২৬
২৪. কোন আয়নটি বলয় পরীক্ষা দেয়?
ক. NO2 খ. NO3 গ. CO3 ঘ. HCO3
২৫.সালফারের একটি অণুতে কতটি পরমাণু বিদ্যমান?
ক. ৬ খ. ৭ গ. ৮ ঘ. ১০
উত্তরমালা : ১.খ ২.গ ৩.গ ৪.খ ৫.খ ৬.খ ৭.খ ৮.ক ৯.খ ১০.খ ১১.ক ১২.ক ১৩.ক ১৪.খ ১৫.ক ১৬.ক ১৭.গ ১৮.খ ১৯.খ ২০.ঘ ২১.ক ২২.ঘ ২৩.ক ২৪.খ ২৫.গ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।