আমাদের কথা খুঁজে নিন

   

কলকাতায় নাগরিক কনভেনশন : বাংলাদেশে সাম্প্রতিক হত্যাকাণ্ডে মুসলিম নেতাদের উদ্বেগ



গতকাল কলকাতার মুসলিম ইনস্টিটিউট হলের কাদের নওয়াজ সেমিনার হলে বাংলাদেশে সাম্প্রতিক অশান্তির পরিপ্রেক্ষিতে এক নাগরিক কনভেনশন অনুষ্ঠিত হয়। এ নাগরিক কনভেনশনে পশ্চিমবঙ্গের ১৫টি মুসলিম সংগঠন যোগ দেয়। কনভেনশনে সব বক্তা বাংলাদেশের সাম্প্রতিক হত্যাকাণ্ডে উদ্বেগ প্রকাশ করেন এবং দ্রুত শান্তি ফিরিয়ে আনার দাবি জানান। মুসলিম নেতাদের মতে, বাংলাদেশে যা চলছে, তা মেনে নেয়া যায় না। বিশেষ করে ইসলাম ধর্মের ওপর যেভাবে আঘাত হানার চেষ্টা চলছে, তা কখনও মেনে নেয়া যায় না। সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ আলিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আইনুল বারি। সেদেশে আলেম-মাশায়েখদের ওপর (শাপলা চত্বরে) নির্বিচারে গুলি, পত্রিকা সম্পাদককে গ্রেফতার, মাদরাসার ছাত্র-শিক্ষককে গ্রেফতারের তীব্র নিন্দা জানান নেতারা আমার দেশ নিউজ ডেস্ক

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।