সসকল পরিবর্তনের সাথে আমি ছিলাম। আবারও এসেছি সেই পরম সত্য নিয়ে। তোমাদের মনের মাঝেই লুকিয়ে আছে সেই মহাকালের শক্তি। আজ তাকে জাগাবার দিন এসেছে।
আমরা সবাই বাঙালী।
কোন শক্তি আজ আমাদের রুখতে পাবরে না। আমরা শান্তির জন্য লড়ছি। শান্তি পুরষ্কারের জন্য নয়। আমরা নিজের বিবেকের কাছে দায়ী। মিডিয়ার নিজেকে প্রকাশ করার জন্য আমাদের চির সত্য চেতনা জন্ম হয় না।
আমাদের জন্ম হয় যুগ পরিবর্তনের জন্য। আমরা সবাই মিলে একত্রিত হয়ে নতুন করে নতুন বাংলাদেশ গড়ব। আমাদের কেউ রুখতে পারবে না। মিডিয়া কন্টোল এখন থেকে বাংলাদেশীরা করবে। বাংলাদেশীরা হবে বিশ্বের সেরা জাতি।
ওরা ভেবেছিলো সত্যকে দাস করে রাখবে। সত্য কখনও গোপন থাকে না। সত্য প্রকাশিত হবেই। বাংলাদেশ সমস্ত বিশ্ব নতুন করে গড়ে তুলবে। বাংলাদেশের মানুষ বিশ্বকে বুঝিয়ে দেবে বাংলা সাংস্কৃতি বশ্বের সকল সাংস্কৃতির চেয়ে সেরা।
ওদের পাতানো খেলা দেখতে আমরা রাজী না। ওদের হাতে যে মিথ্যে শক্তি তাকে মারবার জন্যই আমরা যুগে যুগে আসি। বাংলাদেশ হবে বিশ্বের আদর্শ। বিশ্বের সকল বঞ্চিতদের মধ্যে একজন স্বাধীনচেতা মানুষ বাস করে তাকে জাগিয়ে তোলার দায়িত্ব আমার। তুমি খেলা দেখে সময় নষ্ট করো না।
দু’টি দলই যে ওদের। ওরা দল কেনা শিখেছে, মাঠও কিনেছিলো, আমরা আমাদের মাঠ ফিরিয়ে নিয়ে আসবই। সেই মাঠে নামিয়ে তোমাদের মনবতা শিখাব। আর কেউ শেয়ার বাজার নিয়ে খেলতে পারবে না। আর কোনো দূর্ণীতি চলতে দেয়া যাবে না।
বাংলার বুকে আর কোনো কুশিলবকে জন্ম নিতে দেবো না। এক নতুন সমাজ। এখানে কেউ প্রজা নয়। সবার বাঁচার অধীকার সমান। সকল মাল্টিন্যাশনাল কোম্পানীকে দেশ থেকে উৎখাত করতে হবে।
ওদের আর আমরা দেখতে চাই না। আমরা আমরা কোনো গরীব দেশ না। আমরা সাধারনের মধ্য থেকে যুগে যুগে আসি শান্তি প্রতিষ্ঠার জন্য শান্তি পুরষ্কারের জন্য না। যে সকল প্রগতিশীল মানুষ নতুন পথের যাত্রি হতে ইছ্ছুক। তারা সবাই রাস্তায় নেমে পরুন।
আমি আপনাদের সবার মাঝে আছি। মৃত্যু আমাদের এই উদ্দ্যেশ্যকে রুখতে পারবে না। মিডিয়ায় বিকৃত খবর প্রচার করা চলবে না। এ রাষ্ট্র ব্যবস্থা আমরা মানি না। দেশ আজ কলংকমুক্ত হবেই।
সবাই নিজ নিজ পেশায় থেকে আমাদের এই শান্তির আন্দোলকে বেগবান করুন। মাল্টিন্যাশনাল কোম্পানীর বিরুদ্ধে রুখে দাঁড়ান। জন্ম যখন হয়েছে মৃত্যু হবেই। সেই মরন হোক বাঙালীকে চির সত্যের পথে জাগ্রত করার জন্য। আমাদের এতোদিন ওরা নষ্ট করেছে পরবর্তি প্রজন্মকে আমরা একটি নতুন রাষ্ট্রিয় ব্যবস্থা উপহার দিতে এসেছি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।