আমাদের কথা খুঁজে নিন

   

অর্থমন্ত্রী এ কি বললেন????

প্রযুক্তি ভালোবাসি আরও ভালোবাসি ফটোগ্রাফি যদিও ভাল একটা ক্যামেরা নাই ;( আমি পুরাই টাশকিত। উদ্বেলিত। রাত দশটার এটি এন বাংলায় খবর দেখছিলাম। আমাদের মাননীয় অর্থমন্ত্রীর একটি সাক্ষাৎকার প্রচারিত হচ্ছিল। শুরুতেই উনি বললেন, "না না এইবার আর কোন কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না।

গতবার দিয়েছি ভুল করেছি " চমৎকার বলেছেন। নৈতিকতা ও দেশের ভবিষ্যত অর্থনৈতিক প্রবৃ্দ্ধির জন্য এর বিকল্প নেই। কিন্তু পরক্ষণে সাংবাদিক প্রশ্ন করলেন,"পুজিবাজারে যদি কালো টাকা বিনিয়োগ করার সুপারিশ করেন তাহলে??" তবুও অর্থমন্ত্রী অনড়। ভালু কথা কিন্তু তারপরে যা শুনলাম তা অবিশ্বাস্য বলে মনে হল। উনি বললেন "পুজিবাজারকে এইবার বাজেটে ততটা গুরুত্ব দেওয়া হচ্ছে না।

অধিকন্তু পুজিবাজারে বিনিয়োগের উপর করারোপের সিদ্ধান্ত হতে পারে। " আমি জানিনা পড়তি বাজারে এই খবর কিভাবে কাজ করবে। কালই কি পুজিবাজারে এর প্রভাব পড়বে? তবে আমার মনে হয় যদি এই সিদ্ধান্ত বাস্তবায়ন হয় তাহলে পুজিবাজার দীর্ঘস্হায়ী সমস্যায় পড়বে। লক্ষ লক্ষ বিনিয়োগকারির কোটি কোটি টাকা কর্পূরের মত মিলিয়ে যাবে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.