গত শনিবার মধ্যরাতে হিমালয় পরিবহনের শ্রমিকদের হামলায় গুরুতর আহত অবস্থায় মারা যান ঢাকা বিশ্ববিদ্যোলয়ের আরবী বিভাগের মেধাবী ছাত্র রেজোয়ান। রাত গড়িয়ে সকাল পেরুতেই বিশ্ববিদ্যালয় সহ গোটা দেশে ছড়িয়ে পড়ে খবরটি।ভোর হতেই উত্তপ্ত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে নিহত রেজোয়ানুলের মরদেহ ক্যাম্পাসে না আনায় বিক্ষুব্ধ ছাত্ররা একপর্যায়ে শাহবাগ এলাকায় ভাংচুর করে।
ভাংচুরে যদিও সমস্যার সমাধান হবেনা কিন্তু এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী স্বয়ং আজ আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় এসব সহ্য করা হবেনা এবং তার পাশাপাশি এর পেছনে অন্য ইন্ধনের কথা ও বলেন।
সন্ধায় দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে খবরটি দেখানো হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রকে পিটিয়ে মারা হল অথচ দেশের প্রধানমন্ত্রী এতে বিন্দুমাত্র শোকার্ত হলেন না বরং গাড়ির মায়া দেখিয়ে স্পস্ট কন্ঠে যে কথা বললেন তাতে অন্যসব হত্যাকান্ডের মত রেজোয়ান হত্যার বিচার কি হবে তা পরিস্কার নয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।