স্টিফেন হকিংস বললেন “ঈশ্বর নেই” এবং বললেন “আমি কৃতজ্ঞ !” সেদিন ডিসকভারি চ্যানেলে দেখলাম, বিজ্ঞানী স্টিফেন হকিংস মহাবিশ্ব সৃষ্টির রহস্য নিয়ে তার চিরাচরিত বক্তব্যগুলো পেশ করছেন। তার মতে বিগ ব্যাং হওয়ার আগে যেহেতু সময়ের অস্তিত্ব ছিল না তাই নাকি ঈশ্বরের অস্তিত্বের কোন প্রশ্নই আসে না। এই মহাবিশ্বই নাকি মহাবিশ্বকে তৈরি করেছে ! আচ্ছা, সময়ের অস্তিত্ব না থাকলেই তখন ঈশ্বর ছিলেন না এটা কোন যুক্তিতে পরে? তিনি কিভাবে নিশ্চিত হলেন যে ঈশ্বরই সময় সৃষ্টি করেন নি? সময়ের ভেতরেই ঈশ্বরকে থাকতে হবে এটা তিনি কিভাবে বললেন? যাক, তিনি ব্যাপারটার কোন ব্যাখ্যা দাঁড় করাতে পারলেন না। আবার একসময় স্টিফেন হকিংস বললেনঃ “আমি গভীরভাবে উপলব্ধি করতে পারছি যে, সম্ভবত মৃত্যুর পরে কোন জীবন নেই। আমাদের একটাই জীবন। আর আমার জীবনের জন্য আমি কৃতজ্ঞ !” স্টিফেন হকিংস কার প্রতি এই কৃতজ্ঞতা জানালেন? নিশ্চয়ই ঈশ্বরকে নয়। তাহলে তিনি কি মহাবিশ্বের প্রতি কৃতজ্ঞতা জানালেন? নাকি মনের অজান্তেই মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানালেন?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।