সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু আনলে পুড়িয়া গেল/ অমিয় সাগরে সিনান করিতে সকলি গরল ভেল।
এমন যদি হয় –আমি রাজকন্যা। আমার জন্যে স্বয়ম্বর সভা বসেছে। পাত্রেরা সবাই জ্ঞানীগুণী সাহিত্যিক। আমি আমার বরমাল্য খানি যার গলায় চোখ বুজে পরিয়ে দেব-তিনি আমার রবি ঠাকুর , আমাদের রবীন্দ্রনাথ।
আমি- “তাহারি গলে পরিয়ে দিলেম মালা। ”
খুব ছোটোবেলাতে একটা গল্প শুনেছিলাম-কোনো এক সকালে এক মোল্লাসাহেব চলেছেন মসজিদে। মসজিদের খুব কাছাকাছি গিয়ে দেখতে পেলেন এক ফকির মসজিদের দিকে পা দিয়ে শুয়ে আছে। তার কাছে গিয়ে মোল্লাসাহেব গায়ে ধাক্কা দিয়ে দিয়ে ডাকলেন-এই ওঠো ওঠো।
বেচারা ফকির ।
পরিশ্রান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল। কাচা ঘুম থেকে ধড়ফড় করে উঠে বসল ধাক্কার চোটে। তাড়াতাড়ি জানতে চাইল মোল্লাসাহেবের কাছে- কী হয়েছে।
মোল্লা বললেন-তোমার কি কোনো আক্কেলবোধ নেই-তুমি মসজিদের দিকে পা দিয়ে শুয়ে আছ!
ফকির অশিক্ষিত। বলল-কেন মসজিদের দিকে পা দিয়ে শুলে কী হয়?
রাগে আগুন হয়ে গেলেন মোল্লা সাহেব-আরে বেয়াদব।
মসজিদে আল্লাহ –র কাছে প্রার্থনা করতে হয় আর সেদিকেই তুই...
ফকির বোকার মতো প্রশ্ন করে-তোমার আল্লাহ তো সর্বশক্তিমান। (ফকির তার ডানদিকটা দেখিয়ে বলে)এদিকে তিনি আছেন ?
সন্তুষ্ট হন মোল্লা-বলেন হ্যাঁ তিনি সর্ব শক্তিমান। এদিকে আছেন।
ফকির এবার বাদিক দেখিয়ে একই কথা জানতে চায়-এদিকে ?
মোল্লা সায় দেয়।
ফকির একে একে উপর -নিচ -পুর্ব -পশ্চিম -উত্তর -দক্ষিণ সব দিক দেখিয়ে জানতে চায় সেদিকে আল্লাহ আছেন কিনা।
এবার রেগে গেলেন মোল্লা –তুমি কী একটু কম বোঝো। আমার আল্লাহ সব জায়গায় আছেন।
ফকির এবার প্রশ্ন করে –আল্লাহতো সবদিকেই রয়েছেন তবে আমি কোন দিকে পা দিয়ে শোব !”
আসলে আল্লাহর জন্য আমরা যে জায়গাটা রেখেছি সেটা আমাদের হৃদয়।
রবি ঠাকুরকেও আমি আমার হৃদয়টা দিয়ে রেখেছি। তিনি কোন জায়গায় নেই! মন খারাপ ? রবি ঠাকুর আছেন তাঁর রচনা নিয়ে ।
মনে আনন্দ ? কণ্ঠে রবীন্দ্রনাথ। প্রথম প্রেমে পড়েছি। আমার বলতে না পারা কথাটি কত আগে থেকে বুঝে নিয়ে বলে গিয়েছেন তিনিই। রাগ হয়েছে সেখানেও রবীন্দ্রনাথ আমাকে ঠান্ডা করতে। সর্বত্র রবিময়।
আমি আমার সংগ্রহ থেকে রবীন্দ্রনাথের গান বর্ণানুক্রমিক ভাবে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এপর্বে ইংরেজি বর্নমালার " A " দিয়ে যে গানগুলো সেগুলোকে শেয়ার করছি।
অনেকে মনে করতে পারেন এই সাজানোটা ইংরেজি বর্ণমালা না সাজিয়ে বাংলা বর্ণমালা দিয়ে সাজালে ভালো হত। আমিও তাই ভেবেছিলাম। কিন্তু করতে গিয়ে কিছু কিছু সমস্যা দেখতে পেলাম।
বিশেষ করে যারা ডিভিডি প্লেয়ারে গান শুনবে তারা হয়তো বাংলায় MP3 ফাইলগুলোর নাম লেখা থাকলে হয়তো সেখানে কোন গান সেটাই বুঝতে পারবে না।
যাই হোক আর একটা কথা না বললে অন্যায় করা হবে । যখন প্রথম বর্ণানুক্রমিক ভাবে নজরুল গীতির ডাউনলোডের পোস্ট করেছিলাম তখন আমার এক বন্ধু -কাম চেলা (ইয়ারকি করলাম আর কি) আমাকে ভীষণ উৎসাহিত করেন এইরকম ভাবে যে আমি রবীন্দ্রসংগীত ডাউনলোডের অপসন দিতে পারব কিনা। তিনি হলেন আমার অতি প্রিয় আয়নাল ভাই।
সত্যি বলতে কী আয়নাল ভাইয়ের নিরন্তর উৎসাহ ছাড়া আমি এই কাজ করতে সাহস পেতাম না।
আমাকে প্রতিনিয়ত আমার প্রতিটি টিউনে বারংবার আবদার করে মনে করিয়ে দিয়েছেন কাজটা করবার জন্য। তাই আমি আয়নাল ভাইয়ের কাছে এই পোস্টের জন্য কৃতজ্ঞ।
আর কৃতজ্ঞ আমার সহকর্মী -আমার বন্ধু সম্পদ দের কাছে। তার কাছ থেকেই আমি এগুলো জোগাড় করেছি। সাথে আমার সামান্য সংগ্রহ মিশিয়েছি।
সম্পদকে তাই অসংখ্য অভিনন্দন।
সবটা এখনো আমি পরিপূর্ণ গুছিয়ে উঠতে পারিনি। বুঝতেই পারছেন এই কাজটা এক জায়গায় করা কতটা কষ্টের এবং সময়ের। টিউনটি ধারাবাহিক ভাবে আমার পক্ষে কষ্টকর এবং সময়সাপেক্ষ। তারপরেও কথা দিচ্ছি আমি এই টিউনটি সময় লাগলেও কমপ্লিট করব।
আরো একটা কথা- আমি এখনে আমার সংগ্রহ আনুযায়ী গানগুলো দিয়েছি। এরপরেও হয়তো অনেক গানবাকি থেকে যাবে। যদি এমন হয় সেরকম কোনো গান আপনার কাছে আছে , তবে মিডিয়া ফায়ারে আপলোড করে লিঙ্কটা আমাকে জানিয়ে দেবেন। আমি এই টিউনটি আপডেট করে দেব। আপনাদের সহযোগিতা ছাড়া এই বিশাল কর্ম-উদ্যোগ কখনোই সাফল্যমণ্ডিত হতে পারবে না।
আপনাদের সুবিধার জন্য আমি এই গানগুলো কমবেশি ৫০ এম.বি করে আপলোড করেছি। কোনপার্টে কী গান আছে সেগুলোও উল্লেখ করেছি। সবগুলো ডাউনলোড করে তবেই করতে হবে এমনটা আমি করিনি। এমন হতে পারে কোনো পার্টের গানগুলো আপনার আছে সেটা আপনার ডাউনলোড নাকরলেও চলবে। যে পার্টটা আপনার লাগবে সেটা ডাউনলোড করলেই হবে।
তার ফলে আপনার সময় ,কষ্ট , অর্থ সবটাই বাঁচবে। ফাইলগুলো আলাদা আলাদা পছন্দ মতো ডাউনলোড করে এক্সট্রাক্ট করা যাবে।
চলুন তা হলে ডাউনলোড শুরু করা যাক-
১। Rabindra Sangeet A-1 ( ডাউনলোডের জন্য এখানে ক্লিক করুন। )
1.Aabar_Esechhe_Aasar.mp3
2.Aabar_Jodi_Ichhaa_Karo_Aabar_Aasi_Phiray
3.Aabar_Shraban_Hoye_Ele_Phiray
4.Aachhe_Dukkho_Aachhe_Mrittyu
5.AACHHO_ANTORE_CHIRODIN
6.Aacho_Aakash_Paane_Tule_maatha
7.Aaghat_Kore_Nile_Jinay
8.Aagraha_Mor_Adhir_Oti
9.AAHA_JAAGI_POHALO_BIBHAB
10.Aaha_Tomaar_Songe_Praner_khela
11.Aai_Sakal_Belar_Badal_Andhare
12.Aailo_Shantosandhya
13.Aaj_Aakasher_Moner_Kotha
14.Aaj_Bari_Jhare_Jharo_Jharo
15.Aaj_Dakhino_Batashey
২।
Rabindra Sangeet A-2 ( ডাউনলোডের জন্য এখানে ক্লিক করুন। )
16.AAJ_JEMON_KORE_GAICHHE_A
17.Aaj_Jyotsnaraate_sabai_geche_chole
18.Aaj_Khela_Bhangar_Khela
19.Aaj_Ki_Taahar_Barota_Pelo_Re
20.Aaj_Kichhutei_Jay_Na_Moner_Bhar
21.Aaj_Marmardhwani_Keno_Jagilo_Re
22.Aaj_Nobin_Megher_Sur_Legeche
23.Aaj_Prothom_Phooler_Pabo_Prosadkhani
24.Aaj_Shraboner_Aamontronay
25.AAJ_SOBAR_RONGE_RONG_MIS
26.Aaj_Taaler_Bonyer_Karotaali
27.AAJ_TAARAY_TAARAY_DIPTO_SHIKHAR
28.Aaj_Tomare_Dekhte_Elem
29.Aaji_Ankhi_Juralo_Heriye
30.Aaji_Basanta_Jagroto_Dware
31.Aaji_Bijon_Ghare_Nishith_Raatay
32.Aaji_Borishonomukhoritoe_Shrabonrati
33.aaji_Dakjin_Duar_Khola
34.Aaji_Dokhin_Duyar_Khola
৩। Rabindra Sangeet A-3 ( ডাউনলোডের জন্য এখানে ক্লিক করুন। )
35.AAJI_DOKHINOPABONE
36.AAJI_E_NIRALA_KUNJE_AAMA
37.Aaji_Ei_Gondhobidhur_Samirane
38.Aaji_Enechhe_Tahari_Aashirbaad
39.AAJI_GODHULI_LAGONE_EI_B
40.Aaji_Hridoy_Aamar
41.Aaji_Jato_Taara_Tabo_Aakashe
42.AAJI_JE_RAJONI_JAYE
43.Aaji_Jharo_Jharo_Mukhoro_Badoro_Dinay
44.Aaji_Jhorer_Raatay
45.Aaji_Kon_Dhon_Hotay
46.Aaji_Mamo_Jibonay_Naamichhe
47.AAJI_MAMO_MONE_CHAAHE_JIBANOBONDHURE
48.Aaji_Megh_Kete_Gechhe_Sokalbelai
৪। Rabindra Sangeet A-4 ( ডাউনলোডের জন্য এখানে ক্লিক করুন।
)
49.Aaji_Nirbhoy_Nidrito_Bhubonay
50.Aaji_Oi_Aakash_Paray
51.Aaji_Pronomi_Tomaare
52.AAJI_SAJHER_JOMUNAI_GO
53.Aaji_Sarototapone_Probhatoswaponay
54.aaji_srabon_ghanagahan
55.Aaji_tomay_aabar
56.Aakash_Aamaay_Bhorlo_Aaloi
57.Aakash_Bhora_Surjya_Taara
58.Aakash_Hotay_Khoslo_Taara
59.Aakash_Jurye_Shuninu_Oi_Baaje
60.AAKASHE_AAJ_KON_CHARONER
61.Aakashe_Dui_Haate_Prem_Bilaye
62.Aaloker_Ei_Jhorna_Dharay
63.Aalor_Amol_Kamalkhani
64.Aaloy_Aalokmoy_Karo_Hey
৫। Rabindra Sangeet A-5 ( ডাউনলোডের জন্য এখানে ক্লিক করুন। )
65.Aama_Jet_Syore_Na_Monay
66.Aamaay_Bolo_Na_Gaahite_Bolo_Na
67.Aamaay_Mukti_Jodi_Dao_Badhon_Khule
68.AAMAI_THAKTE_DE_NA_AAPON
69.AAMAKE_JE_BAADHBE_DHORE
70.Aamar_Aandhar_Bhalo
71.Aamar_Aapon_Gaan_Aamar_Agochore
72.Aamar_Aar_Hobe_Na_Deri
73.Aamar_Abhimaner_Bodole_Aaj
74.Aamar_Bela_Je_Jaye_Sajh_Belate
75.Aamar_Bhanga_Pothayer_Ranga_Dhulay
76.Aamar_Bichar_Tumi_Karo
77.Aamar_Bonye_Bonye_Dhorlo_Mukul
78.Aamar_Byatha_Jakhon_Aane_Aamaay
79.Aamar_Din_Phuralo
80.Aamar_E_Poth_Tomaar_Pothayer_Theke
৬। Rabindra Sangeet A-6 ( ডাউনলোডের জন্য এখানে ক্লিক করুন। )
81.Aamar_ei_Poth_Chayoatei
82.Aamar_Ei_Rikto_Daali
83.AAMAR_EKTI_KOTHA
84.Aamar_Godhuli_Lagan_Elo_Bujhi_Kachhe
85.Aamar_Hiyar_Majhe_Lukiye_Chhile
86.Aamar_Hridoy_Tomar_Apon_Haatay
87.AAMAR_JAABAR_BELAYE_PICH
88.Aamar_Jaabar_Samay_Holo
89.Aamar_Je_Aashe_Kaachhe_Je_Jay_Chole_Duray
90.Aamar_Je_Din_Bhese_Gechhe_Chokkher_Jole
91.Aamar_Jodi_Bela_Jai_Go_Boye
92.Aamar_Jwaleni_Aalo_Andhakaray
93.Aamar_Khela_Jakhon_Chhilo_Tomaar_Sonye
94.AAMAR_KONTHO_HOTE
95.Aamar_Kontho_Taare_Daakay
৭।
Rabindra Sangeet A-7 ( ডাউনলোডের জন্য এখানে ক্লিক করুন। )
96.Aamar_Majhe_Tomari_Maya
97.Aamar_Matha_Nato_Kore_Dao_Hey
98.Aamar_Milon_Laagi_Tumi
99.Aamar_Mollikabonay_Jakhon
100.AAMAR_MON_BOLE_CHAI_CHAI
101.AAMAR_MON_KEMON_KORE
102.Aamar_Mone_Cheye_Roye_Monye_Monye
103.Aamar_Mone_Maane_Na
104.Aamar_Mone_Tumi_Nath_Lobe_Horay
105.AAMAR_MONER_MAAJHE_JE_GA
106.Aamar_Mukher_Kotha_Tomaar
107.Aamar_Mukti_Aaloi_Aaloi
108.Aamar_Na_Bola_Baanir_Ghano_Jaaminir
109.Aamar_Nai_Ba_Holo_Paare_Jawoa
110.Aamar_Nayan_Bhulano_Ele
৮। Rabindra Sangeet A-8 ( ডাউনলোডের জন্য এখানে ক্লিক করুন। )
111.AAMAR_NAYAN_TOMAR_NAYANT
112.AAMAR_NIKHIL_BHUBONE_HAR
113.AAMAR_NISHITHO_RAATER_BA
114.Aamar_Parano_Jaha_Chay
115.AAMAR_PORAN_LOYE
116.Aamar_Prane_Gobhir_Gopon
117.Aamar_Praner_Maajhe_Sudha_Aachhe_Chao_Ki
118.Aamar_Raat_Pohalo_Sharod_Pratay
119.Aamar_Sakol_Dukher_Prodeep
120.Aamar_Sakol_Kaata_Dhanyo_Koray
121.Aamar_Sakol_Niye_Bose_Aachhi
122.Aamar_Sakol_Rosher_Dhaara
123.Aamar_Shesh_Paraner_Kori
124.Aamar_Sonaar_Bangla_Ami_Tomaay
125.Aamar_Sure_Laage_Tomaar_Haansi
৯। Rabindra Sangeet A-9 ( ডাউনলোডের জন্য এখানে ক্লিক করুন।
)
126.AAMARE_BADHBI_TORA
127.Aamare_Jodi_Jaagale_Aaji_Naath
128.AAMARE_KARO_JIBON_DAAN
129.AAMARE_KARO_TOMAR_BEENA
130.Aamareo_Karo_Maarjona
131.Aamay_Dao_Go_Bole
132.AAMI_AASHAY_AASHAY_THAKI
133.AAMI_CHANCHALO_HEY
134.AAMI_CHINI_GO_CHINI_TOMA
135.AAMI_EKLA_CHOLECHHI_E_BHOBE
136.Aami_Hethai_Thaaki_Shudhu
137.Aami_Hridayete_Poth_Ketechhi
138.Aami_Hridoyer_Kotha_Bolite_Byakul
139.Aami_Jakhan_Chhilem_Andho
140.Aami_Jakhon_Taar_Duyare
১০। Rabindra Sangeet A-10 ( ডাউনলোডের জন্য এখানে ক্লিক করুন। )
141.AAMI_JE_AAR_SOITE_PAARI_NE
142AAMI_JE_GAAN_GAI_JAANI_N
143.Aami_Jene_Shune_Tobu_Bhule_Aachhi
144.Aami_Jwalbo_Na_More_Batayane
145.Aami_Kaan_Pete_Roi
146.Aami_Keboli_Swapon_Koraychhi_Bapon
147.Aami_Ki_Gaan_Gaabo_Je_Bhebe_Na_Pai
148.AAMI_NISHIDIN_TOMAYE_BHA
149.AAMI_PHIRBO_NA_RE
150.Aami_Poth_Bhola_Ek_Pothik_Esechi
151.AAMI_RUPE_TOMAAY_BHOLABO
152.Aami_Shrabon_Aakashe_Oi_(Oakkhor_Jukto)
153.Aami_Shudhu_Roinu_Baki
154.Aami_Taarei_Khunje_Berai
155.Aami_Takhon_Chhilem_Magon
১১। Rabindra Sangeet A-11 ( ডাউনলোডের জন্য এখানে ক্লিক করুন। )
156.AAMI_TOMAARI_MAATIR_KONYA
157.Aami_Tomay_Jato_Shuniyechhilem
158.Aamra_Bedhechhi_Kaasher_Guchho
159.Aamra_Milechhi_Aaj_Maayer_Daake
160.Aamra_Nuton_Joubonery_Dut
161.Aan_Go_Tora_Kaar_Ki_Aachhe
162.Aandhar_Ambore_Prochondo_Domru
163.Aandhar_Elo_Bole_Tai_To_Ghore
164.Aandhar_Raate_Ekla_Pagol
165.AANDHAR_SAKOLI_DEKHI
166.Aankhijol_Muchaile_Janoni
167.Aapon_Hotye_Baahir_Hoye_Baire_Daara
168.Aaponare_Diye_Rochili_Re_Ki_E
169.Aar_Jeno_Oei_Moner_Bedon
170.AAR_KATO_DURE_AACHHE
১২।
Rabindra Sangeet A-12 ( ডাউনলোডের জন্য এখানে ক্লিক করুন। )
171.AAR_NAI_RE_BELA_NAMLO_CH
172.Aar_Rekho_Na_Aandharay
173.Aaro_Aaghat_Soibe_Aamar
174.Aaro_Aaro_Probhu
175.AARO_KATHO_DURE
176.Aaro_Kichukhan_Na_Hay
177.Aasha_Jaowar_Maajhkhane
178.Aasha_Jaowar_Pother_Dhaare
179.aashar_Kotha_Hote_Aaj
180.Aasharsondhya_Ghoniye_Elo
181.Abaran_Khay_Habe
182.Abelaye_Jodi_Esechho
183.Adhek_ghume_nayan_chume
184.ADHORA_MADHURI_DHORECHI
185.AJANA_SUR_KE_DYA_JAY
১৩। Rabindra Sangeet A-13 ( ডাউনলোডের জন্য এখানে ক্লিক করুন। )
186.Aji_Marmaro_Dhani
187.Ajo_Bujhi_Aylo
188.Akarone_Akale_More_Porlo_Jakhon
189.Akash tale dhale dhale
190.Alo_Je_Aaj_Gan
191.Amaol_Kamol_Sahaje
192.AMAR_ANGE_ANGE_KE_BAJAY_
193.Amar_Praner_Pore_Chole
194.Amar_Priyar_Chayay
195.Ami_Elem_Tari_Dare
196.Amoldhabolo_Paale_Legechhe
197.Amon_Aaral_Diye_Lukiye_Gele
198.Amriter_Sagare_Ami
199.Ananda_Gaan_Utthuk_Tobe_Baaji
200.Anandadhwani_Jagao_Gagane
১৪। Rabindra Sangeet A-14 ( ডাউনলোডের জন্য এখানে ক্লিক করুন।
)
201.anander sagar hote
202.Ananta_Sagar_Majhe
203.Ananter_Bani_Tumi
204.Andharshakha_Ujol_Kori
205.Andho_JaneDeho_Alo
206.Andhokarer_Utso_Hote
207.ANEK_DINER_AAMAR_JE_GAAN
208.Anek_Diner_Moner_Manush
209.Anek_Diner_Shunyota_More
210.Anjanghano_Punjochhayai
211.Arup_Tomar_Baani
212.Ashrubhora_Bedona_Dikye_Dikye_Jaage
213.Ashrunodir_Sudur_Paare
214.Asim_Dhon_To_Aachhe_Tomar
157.Aami_Tomay_Jato_Shuniyechhilem
p class="MsoNormal"
13.Aaj_Aakasher_Moner_Kotha/p
115.AAMAR_PORAN_LOYE169.Aar_Jeno_Oei_Moner_Bedon
আজ এই পর্যন্তই
*********************************************************************************************************************************************************
দেখুন এখান থেকেও আপনার মনের মত কিছু পেলেও পেতে পারেন
১। একটু একটু অন্যরকম ডাউনলোড: পর্ব ০১ : গানপাগলদের জন্য : নজরুলগীতি (Mp3 ) শুনুন বর্ণানুক্রমিক ভাবে পরপর (Part-১ )
২। একটু অন্যরকম ডাউনলোড : পর্ব ০২ : গানপাগলদের জন্য : নজরুলগীতি (Mp3 ) শুনুন বর্ণানুক্রমিক ভাবে পরপর (Part-২ )
৩। একটু একটু অন্যরকম ডাউনলোড ডাউনলোড : পর্ব ০৩ : গানপাগলদের জন্য : “ ছুপকে ছুপকে রাত দিন আসু বাহানা ইয়াদ হে। ” – গজলটি শুনুন বিভিন্ন বিখ্যাত শিল্পীর গলায় বিভিন্ন স্টাইলে।
৪। গানপাগলদের জন্য ****** লোকগীতি স্পেশাল******* হিন্দিগানের কথা-সুর-ভাবের সঙ্গে মিলিয়ে বাংলা লোকগীতি শুনুন।
***************************************************
***************************************************
***************************************************
***************************************************
সবাই ভালো থাকবেন।
রাগে থাকুন, রাগিয়ে রাখুন।
রঙে থাকুন, রাঙিয়ে রাখুন।
***************************************************
আমাকে সর্বক্ষণের জন্যে পাবেন এখানে http://www.techspate.com
ফেসবুকে আমার ঠিকানায় যেতে এখানে ক্লিক করুন ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।