আমাদের কথা খুঁজে নিন

   

দুইটা খবর, একটা হাদীস - শাহাবাগি নাস্তিক ব্লগারের ধর্মকথা

আমি বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা... চির উন্নত মম শীর

খবর একঃ কাদের মোল্লাকে শহীদ আখ্যায়িত করে নিউজ করেছে আল-জাজিরা। তারা বলে জামাত নাকি বাংলাদেশে শুদ্ধ-ইসলামের রাজনীতি করে। খবর দুইঃ হরতালের অজুহাত দেখিয়ে যে আইনজীবীরা দিনের পর দিন ট্রাইব্যুনালে না যাওয়ায় যুদ্ধাপরাধের বিচার কার্যক্রম বিলম্বিত হয়েছে, তারাই হরতালের মধ্যে যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাঁসি ঠেকাতে আদালতে হাজির হয়েছেন। সিদ্ধান্তঃ একটা হাদীস শোনাই "There are three signs of a munafiq: When he speaks he lies; when he promises, he breaks his promise and when he is entrusted, he embezzles" (Tirmidhi, Book of Iman, Hadit No 14) "মুনাফিকের লক্ষণ তিনটি; যখন কথা বলে মিথ্যা বলে, ওয়াদা করলে তা ভঙ্গ করে এবং যখন তার কাছে কোন কিছু গচ্ছিত রাখা হয় তখন তার খিয়ানত করে।" (তিরমিজি, খন্ডঃ ঈমান, হাদীসঃ ১৪)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।