সবাই কে বিজয় দিবসের শুভ অভিনন্দন । ।
************
স্বাধীনতার বিজয়
**********পরিবেশ বন্ধু কবি
কবি সমাজ বাংলাদেশ ??
স্বাধীনতা মানে সবার কথা অবারিত দেশের হাসি
নিত্য ভোরের উদয় রবি , সুমধুর রাখালিয়া বাঁশি
স্বাধীনতা মানে মেঠূ পথে কলসি কাকে ঘোমটা টানা বধু
কাননের ঐ ফুলের শোভা ভ্রমর ওড়া যাদু
স্বাধীনতা মানে নদীর তীরে তরঙ্গ কিশোরের সাতার
চাষির পায়ে রাঙা ধুলু শ্যামলিয়া মাঠ ফসলের বাহার
স্বাধীনতা মানে জেলের জ্বালে নানা রঙের মাছ
গাঁয়ের ছবি সবুজ ছায়া সজীব তৃণলতা গাছ । ।
স্বাধীনতা মানে শিশুর মুখে অ আ , শেখা বুলি
চাঁদনি রাতে জুনাক জ্বলা দাদুর আসর রসের কথাকলি
স্বাধীনতা মানে রুদ্রুছায়া পথিকের শ্রান্তি বটবৃক্ষের নীড়
উদাস বাউলের সুমধুর কণ্ঠ স্রোতাদের আনন্দক্ষন সুনিবিড়
স্বাধীনতা মানে বিদ্যাশালার মগজ ধুলা শিক্ষার্থীর পাঠ
শিশুর আনন্দ পবনে ওরা লাটাই ঘুড়ির উৎসব মুখরিত মাঠ ।
।
স্বাধীনতা মানে কবির কবিতার ছন্দ , সুর লহরি তান
পুস্প মল্লিকা বসন্ত বাতায়ন ,ভোরের সুমধুর আযান ।
স্বাধীনতা মানে স্বপ্নের নীড়ে উদাস ক্ষনের ঘূর্ণি হাওয়া
চিত্ত সরবে জলসাঘরে মুক্তমনে উচ্ছসিত গান গাওয়া । ।
স্বাধীনতা মানে জনজাগরন এর প্রান চঞ্চল আওয়াজ
দেশ রক্ষা বাহিনীর অনির্বাণ শপথ তালে তালে কুজকাওয়াজ ।
।
স্বাধীনতা মানে শ্রমিকের ঘাম রোদে পুড়া ক্লান্ত মুখ
বালিকার নয়নে প্রেম , বিয়ের পিড়ি নব নব জীবনের সুখ । ।
স্বাধীনতা মানে জীবন কে উপভোগ এক শান্তির স্বদেশ
গর্বিত সম্মান মুক্তির জয়গান মহামানবের উচ্চ কেশ । ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।