কাদের মোল্লার রায়ের প্রতিবাদে বিকালে কোম্পানীগঞ্জে জামায়াত-শিবিরের তান্ডবে লন্ডভন্ড হয়ে গেল রাস্তার দুই পাশের দোকানপাট ও রাস্তায় চলাচল করা বেশ কয়েকটি রিক্সা। ঘটনাটি ঘটেছে উপজেলা বসুরহাট পৌরসভার বসুরহাট-কবিরহাট সড়কের জিরোপয়েন্ট থেকে করালিয়া পর্যন্ত।
এদিকে ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালী আসার পথে বিকালে লাশ বাহী একটি এম্বুলেন্স সোনাইমুড়ি-বিপুল আশা সড়কে ব্যাপক ভাংচুর করেছে অবরোধকারীরা। মৃত মহিলার স্বামী ডাঃ একেএম হুমায়ন কবির জানান, কান্নাকাটি করার পর ভাংচুর করা লাশের গাড়ী নিয়ে সুধারামের নেয়াজপুরে নিয়ে যাই।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল ৪টার সময় হঠাৎ ৩০/৩৫জনের মুখোশ পরিহিত জামায়াত শিবিরের একটি দল হামলা চালিয়ে রাস্তার দুই পাশের দোকান পাট ভাংচুর চালায়।
এসময় তারা রাস্তার উপর ৩টি মোটর সাইকেলে আগুন দেয় ও বেশ কয়েকটি রিক্সা ও ভাংচুর করে। পরে জামায়াত শিবির কর্মীরা রাস্তার উপর গাছের গুড়ি ও পিলার ফেলে ব্যারিকেড দেয়।
সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে হামলাকারীরা পালিয়ে যায়। হামলার সময় শিবির কর্মীরা ১০/১৫টি ককটেলের বিস্ফোরন ঘটায়। এ ঘটনায় পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর ও জামায়াত নেতা মাওলানা মহিউদ্দিনকে আটক করেছে পুলিশ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।