নোয়াখালীর পাঁচ উপজেলা জেলা সদর, কবিরহাট, কোম্পানীগঞ্জ, সোনাইমুড়ী ও চাটখিলে ভোটগ্রহণ চলছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিভিন্ন কেন্দ্রে নারী ও পুরুষ ভোটরদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
জেলার পাঁচ উপজেলায় মোট ভোটার সংখ্যা ৯ লাখ ৩৫ হাজার ৭৫৪ জন। এরমধ্যে নারী ৪ লাখ ৭৪ হাজার ৪৮৯ জন এবং পুরুষ ৪ লাখ ৬১ হাজার ২৬৫ জন। মোট ভোটকেন্দ্র ৩৬৭টি।
এরমধ্যে ১০০টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
পুলিশ সুপার আনিসুর রহমান জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ প্রতি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর ১৪ জন সদস্য এবং সাধারণ প্রতি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর ১২ জন করে সদস্য নিয়োজিত রয়েছে।
এর বাইরে প্রত্যেক উপজেলায় অর্ধশত সেনা সদস্য, ৬০ জন করে বিজিবি, ২০ জন করে র্যাব সদস্য, ৪ জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও একজন করে বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছেন।
পাঁচ উপজেলায় চেয়ারম্যান পদে ২৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ২২ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।