আমাদের কথা খুঁজে নিন

   

নোয়াখালী খাদ্য নিয়ন্ত্রণ কার্যালয়ের দুই কর্মচারীকে কুপিয়ে জখম

নোয়াখালী জেলা খাদ্য নিয়ন্ত্রণ কার্যালয়ে আজ ভোররাতে দুই কর্মচারীকে কুপিয়ে জখম করেছে চোরের দল। আহতরা হলেন-জেলা খাদ্য নিয়ন্ত্রণ কার্যালয়ের নৈশ্য প্রহরী বেলাল হোসেন (৪৫) ও জেলা খাদ্য নিয়ন্ত্রকের গাড়ির চালক মাহাবুব আলম (৪০)।

তাদেরকে দু'জনকে জেলা শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

জেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম মোস্তফা সরকার জানান, ভোর সাড়ে তিনটার দিকে ৩-৪ জনের একদল চোর তার কার্যালয়ের পেছন দিয়ে জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশের চষ্টো করে। এ সময় কার্যালয়ের নৈশ্য প্রহরী বেলাল হোসেন দেখতে পেয়ে চোরদেরকে বাঁধা দিলে তারা বেলালকে কুপিয়ে জখম করে। চিৎকার শুনে জেলা খাদ্য নিয়ন্ত্রকের গাড়ির চালক মাহাবুব আলম ছুটে এলে তাকেও কুপিয়ে জখম করে চোরের দল। পরে দু'জনের চিৎকারে কার্যালয়ের পিছনে আবাসিক ভবনে থাকা খাদ্য নিয়ন্ত্রক গোলাম মোস্তফা সরকার ও আশপাশের অনেকে বের হয়ে আসলে চোরের দল পালিয়ে যায়।

সুধারাম থানার ওসি মোশারফ হোসেন তরফদার জানান, পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.