আমাদের কথা খুঁজে নিন

   

‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ পেলেই ফাঁসি কার্যকর’

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড পাওয়া জামায়াতের নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসির রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ হওয়ার রায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছেছে। মহাপরিদর্শক (আইজি প্রিজন) মাঈনুদ্দিন খন্দকার আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা ইউএনবিকে বলেছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ পেলেই কাদের মোল্লার ফাঁসি কার্যকর করা হবে।

এদিকে সন্ধ্যায় আবদুল কাদের মোল্লার সঙ্গে দেখা করেছেন তাঁর পরিবারের সদস্যরা। কাদের মোল্লার সঙ্গে দেখা করতে তাঁর পরিবারের সদস্যরা আজ সন্ধ্যা ছয়টা ২০ মিনিটের দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতর যান। একটি মোটরসাইকেল ও একটি গাড়িতে করে মোট ১০ জন ভেতরে যান।

সন্ধ্যা সাতটার পরে তাঁরা বের হয়ে আসেন।

ঘটনাস্থলে থাকা আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, কারা চিকিত্সক শামসুল আলম সন্ধ্যা সাতটার দিকে কারাগারের ভেতর ঢোকেন।

এর আগে দুপুরে প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ কাদের মোল্লার ফাঁসির রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ করে দেন। এর ফলে কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকর করতে আইনি আর কোনো বাধা নেই জানিয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘প্রধান বিচারপতি মাত্র কয়েক শব্দে রায় ঘোষণা করেন। তিনি বলেছেন, বোথ দ্য রিভিউ পিটিশনস আর ডিসমিসড’ (দুটি পুনর্বিবেচনার আবেদনই খারিজ করা হলো)।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.