আমাদের কথা খুঁজে নিন

   

আপনার জন্য রয়েছে প্রায় “দুই হাজার তিনশত+ (২,৩০০+)” ফেসবুকে কমেন্ট ফটোর এক বিশাল সংগ্রহ।

ফেসবুক ফটো কমেন্টের কালেকশন নিয়েও যে কোন পোষ্ট হতে পারে সেরকম কোন ধারণাই আমার মাথায় ছিলনা!! কিন্তু অনেকেই দেখলাম সেই কাজটি করে দেখিয়েছে!! হাহা!!  ভালোই করেছেন উনারা!
যাইহোক কয়েকজন কে দেখা গেলো যে ১০০ থেকে শুরু করে অনেকে হাজার+ পিকচারের বিশাল কালেকশগন ও সবার জন্য দিয়ে যাচ্ছে! তো আমি ভাবলাম “আইরে আমার কাছেও তো বিশাল এক কালেকশন রয়েছে!!” তবে আমি কেন দিচ্ছিনা? আমার নিজের কালেকশন তো ২০০০+  । তবে তাইহোক আমিও দিয়ে দেই! তাই মিডিয়া ফায়ারে আপলোড করে আপনাদের জন্য ZIP আকারে দুইটি ফাইল বানিয়েছি! একটি ছোট, আরেকটি বড় 

 
প্রথমে ডাউনলোড করতে পারেন ছোট একটি ফাইল!! যেখানে আপনি পাবেন ৪০০+ পিকচার!! যার সাইজ কিনা মাত্র ৭.৭ মেগাবাইট!!
এই পিকচারটি আমিই বানিয়েছি!! হাহা!
 
আর আপনি যদি সম্পূর্ণ কালেকশনটিই নিয়ে যেতে ইচ্ছুক হয়ে থাকেন তবে আপনার জন্য রয়েছে ৩৯.৫৮ মেগাবাইটের এই বিশাল সংগ্রহ!! যেখানে আপনি পাচ্ছেন ১৯১৪ টি পিকচার কমেন্ট  । আর হ্যাঁ আপনি এই ফাইল ডাউনলোড করতে চাইলে উপড়েরটি করার কোনই প্রয়োজন নেই! সব এখানেই রয়েছে। 
শেষকথাঃ- একটা সময় ছিল যখন পিকচার কমেন্ট দেখলেই মেজাস গরম হয়ে যেত!! কিন্তু যখন এতো পিকচার একসাথে পেলাম!! এবং পোষ্ট করার আগে ভিও করে কি কি লেখা আছে পড়তে শুরু করলাম তখন ব্যাপক ভাবে হেসেছি!! আসলেই বাঙ্গালি পারেও বটে!!  

সোর্স: http://www.techtunes.com.bd/

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.