গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশনের প্রধান মাস্টারের কক্ষে পরপর চারটি পেট্রলবোমা হামলা ও অগ্নিসংযোগ করেছে শিবির কর্মীরা।
আজ শুক্রবার সকাল ৭টা ৫২ মিনিটে এ ঘটনা ঘটে। বোমা হামলা ও আগুনে ওই কক্ষের আসবাবসহ সমস্ত কাগজপত্র পুড়ে গেছে। এছাড়া স্টেশনের সিগন্যাল কন্ট্রোলিং সিস্টেম পুড়ে গেছে।
জানা গেছে, ১০/১৫ জন শিবির কর্মী যাত্রীবেশে অতর্কিতে স্টেশনের প্রধান মাস্টারের কক্ষে পরপর চারটি পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেয়।
পরে তারা লাঠিসোটা নিয়ে স্টেশনে হামলা করে বেপরোয়া ভাঙচুর চালায়।
এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করলে শিবির কর্মীরা পালিয়ে যায়। তবে শিবিরের ইটের আঘাতে জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) দুলাল উদ্দিন আখন্দ গুরুতর আহত হয়েছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় গাজীপুর সদর হাসপাতালে নেওয়া হয়েছে।
উল্লেখ্য, এ ঘটনায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
তবে বিকল্প ব্যবস্থায় স্টেশনে থাকা দুটি ট্রেন ছেড়ে গেছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।