আমাদের কথা খুঁজে নিন

   

জয়দেবপুর জংশনে পেট্রোলবোমা, স্টেশন মাস্টারসহ আহত ৮

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশনের নিয়ন্ত্রণ কক্ষে পেট্রোল বোমা হামলা ও ভাংচুর চালিয়েছে শিবিরকর্মীরা। এতে সামসুন্নাহার নামে এক গার্মেন্টকর্মী দগ্ধ এবং জংশনের স্টেশন মাস্টার ও দুই পুলিশ সদস্যসহ আহত হয়েছেন  ৮জন। আজ শুক্রবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটেছে। এসময় আগুনে পুড়ে গেছে জংশনের কম্পিউটার, ৮টি টেলিফোন, কন্ট্রোল বোর্ড, ক্যাবল ও বিভিন্ন আসবাবপত্র। এসময় হামলাকারীরা ট্রেনের সময়সূচী বোর্ড, স্টেশনের মাস্টার কক্ষের জানালার কাঁচ ভাংচুর করে।

স্টেশন মাস্টার মোঃ জিয়াউদ্দিন সরদার জানান, শুক্রবার সকালে স্টেশনের প্লাটফরমে যাত্রীদের প্রচন্ড ভিড় ছিল। এরই মধ্যে চাদর গায়ে দেয়া কমপক্ষে ১০ জন শিবির কর্মী লাঠি-সোটা নিয়ে স্টেশনের নিয়ন্ত্রণ কক্ষে ভাংচুর শুরু করে। এক পর্যায়ে তারা কয়েকটি পেট্রোল বোমা ছুড়লে নিয়ন্ত্রণ কক্ষে আগুন ধরে যায়। এর পরপরই তারা দ্রুত স্টেশন এলাকা ত্যাগ করে।

খবর পেয়ে গাজীপুর ফায়ার স্টেশনের কর্মীরা এসে আগুন নেভান।

পেট্রোল বোমার বিস্ফোরণে নিয়ন্ত্রণ কক্ষে অপেক্ষমান গার্মেন্টকর্মী শামসুন নাহার নামে এক যাত্রী দগ্ধ হন। এছাড়া হামলাকারীদের লাঠির আঘাতে আহত হন স্টেশন মাস্টার জিয়াউদ্দিন সরদার, সহকারী স্টেশন মাস্টার সোহরাব উদ্দিন এবং হামলাকারীদের ইট-পাটকেল নিক্ষেপে জয়দেবপুর থানার এস.আই দুলাল উদ্দিন আকন্দ ও কনস্টেবল আনোয়ার হোসেন, যাত্রী বাবলু (৫০)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.