আমাদের কথা খুঁজে নিন

   

তসলিমা নাসরিনের উপন্যাস নিয়ে মেগা সিরিয়াল

তসলিমা নাসরিনের উপন্যাস দুঃসহবাস অবলম্বনে ধারাবাহিক মেগা সিরিয়াল তৈরি হচ্ছে। উপন্যাসের নামেই সিরিয়ালের নাম দুঃসহবাস। ভারতের পশ্চিমবঙ্গের ‘আকাশ ৮’ চ্যানেলে সিরিয়ালটির প্রচার শুরু হচ্ছে ১৯ ডিসেম্বর। সপ্তাহের প্রতি সোম থেকে শনিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায় প্রচারিত হবে সিরিয়ালটি।
সম্প্রতি দিল্লি থেকে ভিডিও সম্মেলনে তসলিমা নাসরিন বলেন, সাধারণ মানুষের গল্প নিয়ে তাঁর উপন্যাস দুঃসহবাস। সমাজের চারপাশে দেখা চরিত্রগুলোই তুলে আনা হয়েছে এই উপন্যাসে। সিরিয়ালেও তা-ই থাকছে। তবে এই সিরিয়ালে মেয়েদের বেশি প্রাধান্য দেওয়া হয়েছে।

 

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে ২৭ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।