নীলফামারীর রামগঞ্জে সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের গাড়ি বহরে হামলা চালিয়েছে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। এতে তিনি অক্ষত রয়েছেন বলে জানা যায়। তবে তার ব্যবহৃত গাড়িটি ভাঙচুর করা হয়েছে। এ সময় পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
আজ শনিবার বিকেল ৫টার দিকে সদর উপজেলার টুপামারী ইউনিয়নের রামগঞ্জ বাজারে এ হামলার ঘটনা ঘটে।
জানা যায়, লক্ষ্মীচাপ কাঁচারী বাজার থেকে নীলফামারী শহরে ফেরার পথে রামগঞ্জ বাজারে জামায়াত শিবিরের নেতাকর্মীরা এমপি’র গাড়ি বহরে অতর্কিত হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বেশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ সময় সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন। আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।