আমাদের কথা খুঁজে নিন

   

চটেছেন ফাহমিদা নবী

বিজয়ের মাসে এফএম রেডিও স্টেশনগুলোতে প্রচুর হিন্দি গান বাজানোর কারণে চটেছেন সংগীতশিল্পী ফাহমিদা নবী। ফাহমিদা নবী বলেন, 'আমি এমনিতে প্রচুর গান শুনি। গান শোনার অন্যতম মাধ্যম হিসেবে জনপ্রিয় হয়ে উঠছে এফএম স্টেশনগুলো। কিন্তু বিজয়ের মাসে এফএম স্টেশনগুলোর কাণ্ডজ্ঞান আমাকে হতবাক করেছে।' হিন্দি গান বাজানোর প্রতিবাদ প্রসঙ্গে ফাহমিদা নবী বলেন, 'রেডিও স্টেশনগুলোতে ঢালাওভাবে হিন্দি গান বাজানোর বিষয়টি নিয়ে কয়েকজনের সঙ্গে কথাও হয়েছে আমার। তারা আমাকে জানিয়েছেন, এসব নিয়ে কথা বলে আর কী হবে! যখন ক্ষোভ প্রকাশের আর কোনো জায়গা পাচ্ছিলাম না তখন বাধ্য হয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিই। ওটাই আমার প্রতিবাদ জানানোর একমাত্র জায়গা মনে করেছি। আমাদের গানের ভাণ্ডার কি এতটাই অসম্পূর্ণ? এগুলো কিন্তু আমাদের সংস্কৃতির জন্য কোনো ধরনের ইতিবাচক লক্ষণ নয়। রেডিওগুলো অপসংস্কৃতির চর্চা করছে।'

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।