গত মাসে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বার্সেলোনার নেইমারকে ফাউল করায় সেলটিকের স্কট ব্রাউনকে বহিষ্কার করেন রেফারি। কিন্তু স্বঘোষিত ‘স্পেশাল ওয়ান’ নামে পরিচিত চেলসি কোচ জোসে মরিনিয়োর দাবি, ওই ফাউল অতটা গুরুতর ছিল না। কিন্তু নেইমারের ‘অভিনয়’ -এর কারণেই রেফারি কার্ড দেখিয়েছেন।
মরিনিয়োর এমন মন্তব্যে বেজায় ক্ষেপেছেন স্কলারি। মরিনিয়োকে একচোট নিতে স্কলারি বলেন, “সব কোচ-ই নিজেদের সুবিধার জন্যে গণমাধ্যমকে ব্যবহার করতে পছন্দ করে; আর মরিনিয়ো ঠিক তাই করছে।
”
চেলসির কোচ মরিনিয়ো কেন অন্য দেশের লিগের খেলোয়াড় নিয়ে কথা বলছেন তার কারণও বের করেছেন স্কলারি।
“শিগগিরই বা পরে চ্যাম্পিয়ন্স লিগের কোনো ম্যাচে বার্সেলোনার বিপক্ষে খেলতে হতে পারে চেলসির। সে কারণে এখন থেকেই সমর্থক, গণমাধ্যম ও রেফারিদেরকে নেইমারের বিপক্ষে দাঁড় করছে। ”
“(মরিনিয়োর এমন আচরণ) খুবই হতাশার। মরিনিয়োর আসলে এভাবে কথাটা বলা ঠিক হয়নি।
”
এছাড়া নেইমারকে বর্তমানের সেরা দুই তারকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে তুলনা করেছেন ২০০২ সালে ব্রাজিলের হয়ে বিশ্বকাপজয়ী কোচ স্কলারি।
বার্সেলোনার হয়ে প্রতিযোগিতামূলক ম্যাচে এ পর্যন্ত মোট পাঁচটি গোল করেছেন নেইমার; এছাড়া অবদান রেখেছেন আরো আটটি গোলে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।