আমাদের কথা খুঁজে নিন

   

অনুপম খেরের উপর চটেছেন তসলিমা

বাঁচতে চাই! কারন বাঁচাতে চাই বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনুপম খেরের সাম্প্রতিক এক মন্তব্যে ভীষণ চটেছেন বাংলাদেশি নারীবাদী লেখিকা তসলিমা নাসরিন। খবর সান্তাবান্তাডটকম-এর। সংবাদমাধ্যমটি জানিয়েছে, সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী মুকুল রায় সম্পর্কে অনুপম খে’র এক মাইক্রো-ব্লগিং ওয়েবসাইটে লিখেছেন, ‘যখন কোনো মন্ত্রী এমন কোনো দুর্ঘটনাস্থল পরিদর্শনে যেতে অপারগতা প্রকাশ করেন যেখানে অনেক প্রাণহানির ঘটনা ঘটে, সে মন্ত্রীর আসলে পদত্যাগ করাই উচিৎ। চুড়ি পরে ঘরে বসে থাকাই তার জন্য আদর্শ পন্থা। ’ অনুপমের মন্তব্যের শেষের অংশটুকু হজম করতে পারেননি তসলিমা।

জানা গেছে, এর জবাবে তসলিমা লিখেছেন, ‘বর্ষীয়ান এই অভিনেতার ধ্যান-ধারণা সত্যিই সেকেলে। তিনি এখনো নারীকে অবলা বলেই ভাবেন। এ কারণে তার প্রতি ধিক্কার জানাচ্ছি আমি। নারীর পোশাক পুরুষ পরলে তার জন্য সেটা লজ্জাজনক কেন হবে!’ তসলিমা আরো লিখেছেন, ‘আসলে পুরুষরা ভাবেন, নারীদের পোশাক পরলে তারা তাদের পৌরুষত্ব হারাবেন। কারণ পৌরুষত্বকে শক্তির প্রতীক এবং নারীত্বকে আনুগত্যের প্রতীক বলেই বিবেচনা করে পুরুষশাসিত সমাজ।

এ ধরনের মানসিকতা থেকে সবার বেরিয়ে আসা উচিৎ। ’ এদিকে জানা গেছে, এর পাল্টা জবাবে অনুপম লিখেছেন, ‘বন্ধু, আমি যে মন্তব্য করেছি সেটা কিন্তু একটা ভারতীয় প্রবাদ। প্রবাদটার মর্মার্থ বুঝতে হলে আপনাকে আগে একজন ভারতীয় হতে হবে। ’ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.