রোববার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এবং ঢাকা মহানগরের বিভিন্ন সাংগঠনিক এলাকার নেতাদের যৌথসভায় এ আহ্বান জানানো হয়।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, “আগামীকাল বিজয় দিবস, এই দিন সবাইকে শপথ নিতে হবে; সমস্ত জনগণকে সঙ্গে নিয়ে তাদের প্রতিহত করতে করতে হবে। একটা আঘাত করলে পাল্টা জবাব দিতে হবে। কঠোরভাবে প্রতিহত করতে হবে। ”
শনিবার শহীদ বুদ্ধিজীবী দিবসের এক আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “অনেক ধৈর্যের পরিচয় দিয়েছি।
মা-শিশুকে একসাথে হত্যা করবেন। তা বসে বসে দেখব না। তা সহ্য করব? এটা হয় না। ”
রোববারে সভায় হানিফ বলেন, “যে নাশকতা চলছে, সেখানে ধৈর্যের পরিচয় দিয়েছি। সরকারে থেকে দায়িত্বশীল আচরণ করেছি।
আমরা চেয়েছি আইন-শৃঙ্খলা বাহিনী এগুলো প্রতিহত করবে। সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়েছে। ”
বিএনপি-জামায়েতকে তিনি হুঁশিয়ার করেন- “আমরা ধৈর্যের শেষ সীমায় পৌঁছে গেছি। সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করুন। ”
ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, “যে ওয়ার্ডে নাশকতার প্রতিহত হবে না, সেখানকার নেতাদের দায়িত্ব ছেড়ে দিতে হবে।
“যেখানে গাড়ি পুড়বে, এসে বলবেন না গাড়ি পুড়িয়েছে। যেখানে পারবেন ধরে মিষ্টি খাওয়াবেন; মানে ধরো আর মারো। ”
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জাহাঙ্গীর কবীর নানক বলেন, প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। সেটি মেনে যার যার এলাকায় প্রতিরোধ গড়ে তুলতে হবে।
“পরিষ্কার কথা, আর ধৈর্য-সহ্য নয়।
প্রতিশোধ নিতে হবে। ”
আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, “আমরা এখন যুদ্ধে আছি। বক্তৃতায় আর কাজ হবে না। ওদের রেজিস্ট করতে হবে। ”
যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লার ফাঁসির পর পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় কামরুল বলেন, “জামাত-শিবির আর খালেদা জিয়াকে আলাদা করে দেখার সুযোগ নেই।
এরা সবাই আইএসআইয়ের এজেন্ট। ”
বিজয় শোভাযাত্রা আয়োজনের প্রস্তুতি নিয়ে আলোচনার জন্য এই যৌথসভার আয়োজন করে মহানগর আওয়ামী লীগ।
সংগঠনের মহানগর সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী ও আহাম্মদ হোসেনও বক্তব্য দেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।