আমাদের কথা খুঁজে নিন

   

দেশটাকে তাঁরাই দুই ভাগে বিভক্ত করে ফেলেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংকটের গভীরতা উপলব্ধি না করেই প্রতিটি এলাকায় প্রতিরোধ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। মনে রাখা দরকার, এটি ১৯৭১ সাল নয় যে প্রতিরোধ কমিটি গঠনের আহ্বান জানালেই সবাই ঝাঁপিয়ে পড়বে। ক্ষমতাসী

falgun প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংকটের গভীরতা উপলব্ধি না করেই প্রতিটি এলাকায় প্রতিরোধ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। মনে রাখা দরকার, এটি ১৯৭১ সাল নয় যে প্রতিরোধ কমিটি গঠনের আহ্বান জানালেই সবাই ঝাঁপিয়ে পড়বে। ক্ষমতাসীন ব্যক্তিরা স্বীকার করুন আর নাই করুন, দেশটাকে তাঁরাই দুই ভাগে বিভক্ত করে ফেলেছেন। সেটি কিন্তু যুদ্ধাপরাধের বিচারের প্রশ্নে নয়। যাঁরাই সরকারের সমালোচনা করেন, তারাই শত্রু—বুশ সাহেবের এই তত্ত্বে আওয়ামী লীগের নেতারাও বিশ্বাসী। একটি গণতান্ত্রিক সরকারের দায়িত্ব সমাজের বিভক্তি ও বৈরিতা কমিয়ে আনা। এর অর্থ এই নয় যে সরকার যুদ্ধাপরাধের বিচারের প্রশ্নে আপস করবে। বিচার অবশ্যই হবে, কিন্তু এই বিচারের সঙ্গে ক্ষমতায় যাওয়ার বা থাকার রাজনীতির হিসাবকে মেলানো যাবে না।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.