আমাদের কথা খুঁজে নিন

   

সেনা ও নৌ বাহিনীতে অনারারী কমিশন প্রদান

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীতে ২০ জনকে অনারারী ক্যাপ্টেন ও ৩১ জনকে অনারারী লেফটেন্যান্ট এবং নৌবাহিনীতে ১০ জনকে অনারারী সাব লেফটেন্যান্ট পদে পদোন্নতিদানপূর্বক অনারারী কমিশন অফিসার হিসেবে মোট ৬১ জনকে কমিশন প্রদান ও পদোন্নতি করেছেন।

এ পদোন্নতি ১৬ ই ডিসেম্বর ২০১৩ থেকে কার্যকর হবে বলে আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ (রবিবার) জানানো হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীবাংলাদেশ সেনাবাহিনীর অনারারী লেফটেন্যান্ট থেকে অনারারী ক্যাপ্টেন পদে উন্নীতদের মধ্যে রয়েছেন- অনারারী লেফটেন্যান্ট মোঃ শাহজাহান আলী, আর্টিলারী; অনারারী লেফটেন্যান্ট মোঃ খোরশেদ আলম, সিগসৃ; অনারারী লেফটেন্যান্ট শ্রী সাধন কান্তি দাস, ই বেংগল; অনারারী লেফটেন্যান্ট মোঃ মিজানুর রহমান, ই বেংগল; অনারারী লেফটেন্যান্ট মোঃ জাকারিয়া, ই বেংগল; অনারারী লেফটেন্যান্ট মোঃ আব্দুস ছালাম, ই বেংগল; অনারারী লেফটেন্যান্ট মোঃ রফিকুল ইসলাম, ই বেংগল; অনারারী লেফটেন্যান্ট মো: ফিরোজ আলম, ই বেংগল; অনারারী লেফটেন্যান্ট মোহাম্মদ বেলাল উদ্দিন, ই বেংগল; অনারারী লেফটেন্যান্ট মো: রেজাউল ইসলাম সরদার; ই বেংগল; অনারারী লেফটেন্যান্ট কারুজ্জামান খন্দকার, বীর; অনারারী লেফটেন্যান্ট মোঃ জিয়াউল হক, বীর; অনারারী লেফটেন্যান্ট মো: মোবারক হোসেন, বীর; অনারারী লেফটেন্যান্ট মোঃ আলাউদ্দিন হাওলাদার, এএসসি; অনারারী লেফটেন্যান্ট মোঃ আব্দুল হান্নান,এসসি; অনারারী লেফটেন্যান্ট মোঃ আব্দুল বাতেন খাঁন, অর্ডন্যান্স; অনারারী লেফটেন্যান্ট গাজী মোঃ আব্দুল জলিল, ইএমই; অনারারী লেফটেন্যান্ট মোঃ কাজিমুদ্দিন, ইএমই; অনারারী লেফটেন্যান্ট মোঃ ফয়েজ আহমদ,ইএমই; অনারারী লেফটেন্যান্ট মোঃ সাদেক আলী, এএমসি।

বাংলাদেশ সেনাবাহিনীর মাষ্টার ওয়ারেন্ট অফিসার থেকে অনারারী লেফটেন্যান্ট পদে কমিশন প্রাপ্তরা হলেন:- মাষ্টার ওয়ারেন্ট অফিসার মো: সেলিম আহমেদ, আর্টিলারি; মাষ্টার ওয়ারেন্ট অফিসার মোঃ আবদুল মালেক, আর্টিলারি; মাষ্টার ওয়ারেন্ট অফিসার মোঃ এমদাদুল হক, ইঞ্জিনিয়ার্স; মাষ্টার ওয়ারেন্ট অফিসার মো: মাহবুব উল আলম মোল্লা, সিগস&; মাষ্টার ওয়ারেন্ট অফিসার মো: গোলাম রহমান, সিগস্; মাষ্টার ওয়ারেন্ট অফিসার মো: আব্দুল গাফফার , সিগস্; মাষ্টার ওয়ারেন্ট অফিসার মো: আলী আকবর মিয়াজী, ইং বেগল ; মাষ্টার ওয়ারেন্ট অফিসার মো: কাওছার আলী, ই বেংগল; মাষ্টার ওয়ারেন্ট অফিসার মো: মতিউর রহমান, ই বেংগল; মাষ্টার ওয়ারেন্ট অফিসার মো: আবু সাঈদ মিয়া, ই বেংগল; মাষ্টার ওয়ারেন্ট অফিসার মো: শওকত আলী, ই বেংগল; মাষ্টার ওয়ারেন্ট অফিসার মো: নাজমুল হক, ই বেংগল; মাষ্টার ওয়ারেন্ট অফিসার মো: মতিউর রহমান, ই বেংগল; মাষ্টার ওয়ারেন্ট অফিসার মো: আব্দুল মান্নান হাওলাদার, ই বেংগল ; মাষ্টার ওয়ারেন্ট অফিসার মোঃ আব্দুল মুত্তালিব, ই বেংগল; মাষ্টার ওয়ারেন্ট অফিসার মো: কায়কোবাদ হোসেন, ই বেংগল; মাষ্টার ওয়ারেন্ট অফিসার মো: সাইফুল ইসলাম, ই বেংগল; মাষ্টার ওয়ারেন্ট অফিসার মো: তোফাজ্জল হোসেন, ই বেংগল; মাষ্টার ওয়ারেন্ট অফিসার সৈয়দ মাহাবুবুর রহমান, বীর; মাষ্টার ওয়ারেন্ট অফিসার মো:তাজুল ইসালাম, বীর; মাষ্টার ওয়ারেন্ট অফিসার মো: আজহারুল ইসলাম,বীর; মাষ্টার ওয়ারেন্ট অফিসার মোঃ শাহজাহান মাতব্বর, এএসসি; মাষ্টার ওয়ারেন্ট অফিসার মো: মোস্তাক আহমেদ, এএসসি; মাষ্টার ওয়ারেন্ট অফিসার মোঃ হাবিবুর রহমান, অর্ডন্যান্স; মাষ্টার ওয়ারেন্ট অফিসার মো: মোকসেদ আলী সরদার, ইএমই; মাষ্টার ওয়ারেন্ট অফিসার মোঃ সাইদুজ্জামান, ইএমই; মাষ্টার ওয়ারেন্ট অফিসার মো: বেলাল হোসেন, ইএমই; মাষ্টার ওয়ারেন্ট অফিসার মো: হেলাল উদ্দিন, ইএমই; মাষ্টার ওয়ারেন্ট অফিসার আহমেদ হোসেন, এসিসি;  মাষ্টার ওয়ারেন্ট অফিসার মো: রফিকুল ইসলাম, এইসি; মাষ্টার ওয়ারেন্ট অফিসার মোঃ নজরুল ইসলাম, এএমসি।

বাংলাদেশ নৌবাহিনীবাংলাদেশ নৌবাহিনীর মাষ্টার চীফ পেটি অফিসার (এমসিপিও) থেকে অনারারী সাব লেফটেন্যান্ট পদে কমিশন প্রাপ্তরা হলেন:- মো: গোলাম আজম সরদার, এমসিপিও (আর); মো: ওবায়দুর রহমান, এমসিপিও (আর); মোহাম্মদ আতাউর রহমান, এমসিপিও (এস); মো: রফিকুল্লাহ আনসারী, এমসিপিও (ই); মো: শোয়েব, এমসিপিও (এক্স) (কিউআরপি-১); মোহাম্মদ শাহে আলম, এমসিপিও (কম); মোহাম্মদ গোলাম মোস্তফা, এমসিপিও (এস); মো: শাহজাহান আলী, এমসিপিও (এক্স) (এফসি-১); মো: আব্দুল হালিম চৌধুরী, এমসিপিও (এক্স)(জিএ-১); মো: আবুল কাসেম, এমসিপিও (এক্স)(কিউএ-১)। 

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.