খুলনা শিপইয়ার্ডে নির্মিত পাঁচটি যুদ্ধজাহাজের বাকি তিনটি গতকাল দুপুরে নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে নৌবাহিনীর কাছে আরও দুটি যুদ্ধ জাহাজ হস্তান্তর করা হয়েছিল। এ উপলক্ষে খুলনা শিপইয়ার্ডে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সহকারী নৌপ্রধান রিয়ার এডমিরাল এএমএমএম আওরঙ্গজেব চৌধুরী বলেন, মায়ানমারের সঙ্গে সমুদ্রসীমার নিষ্পত্তি হওয়ার কারণে আয়তন বেড়ে যাওয়ায় যুদ্ধজাহাজের প্রয়োজনীয়তা এখন অনেক বেশি। আর যুদ্ধজাহাজ নির্মাণে খুলনা শিপইয়ার্ড লিমিটেড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ জন্য আমরা জাতীয়ভাবে গর্ব বোধ করি। তিনি বলেন, বিগত সময়ে যুদ্ধজাহাজের জন্য আমাদের দেশ সম্পূর্ণভাবে বিদেশি রাষ্ট্রের উপর নির্ভরশীল ছিল। জাহাজগুলো তুলনামূলক ছোট হলেও এর নির্মাণ ভবিষ্যতে আরও বড় কিছু তৈরিতে প্রেরণা যোগাবে। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন খুলনা শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক কমডোর আরইউ আহমেদ। এ সময় সামরিক-বেসামরিক ঊধর্্বতন কর্মকর্তাগণ, চায়না শিপবিল্ডিং অ্যান্ড অপসোর ইন্টারন্যাশনাল কো. লি.'র প্রতিনিধি, খুলনা শিপইয়ার্ড লিমিটেড'র কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক এবং গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।