আমাদের কথা খুঁজে নিন

   

বিবৃতি

ভালোবাসি- সাদাকালোর শুভ্রতা...

শ্রমিক শব্দটি খুব প্রিয় ছিল না তবুও ওটা লেপটে নিয়েছি গায়ে জানো তো, আগুনের মাঝে বাঁচতে হলে আগুনখোর হতে হয়! শীতনিদ্রা নয়— হাজিরা খাতায় ৮টায় নাম লেখাতে হত রাত্রিবিলাসে জ্যোৎস্না ছোঁয়নি তালপুকুর, জীবনবৃত্তির বারোমাস— ওভারটাইমে মিলেছে শুক্রবার— সময় সাইরেন গ্রাস করেছে খাবি খাওয়া রাত্রিসঙ্গম... তবুও থামেনি— মালিকের নিশ্ছিদ্র ফাঁস ক্ষুধার সমান্তরালে হতাশ ঢেকুর বুনেছে নতুন একটি সূর্যে নতুন একটি মুখে... অতঃপর ২৪ এপ্রিল— বিবেকের খুনে লাল হয়েছে সাভার রতিক্রিয়ায় বীর্য ঢেলেছে লোলুপ সভ্যতার গনগনে ঘা... আত্মার মাগফেরাত? কি অদ্ভুত প্রহসন, দেবতা বোঝ, মানুষ বোঝনা! দু’মুঠো অন্নই যেখানে জীবন মৃত্যু কি সেখানে বেশি দূরের পথ? হেঁটে এসেছি— দাসত্বের শৃঙ্খলে নিয়তি করেছি পান তোমাদের জন্য রেখে এসেছি সাজানো প্রাসাদ, ঝলসানো মাংস আর তরতাজা রক্ত তৃপ্তি নিয়ে খেও! ১ মে ২০০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।