বন্ধুরা কেমন আছেন ? আশা রাখি অবশ্যিই ভালো আছেন । আর আমার প্রত্যাশা আপনারা ভালো থাকুন এবং আমাকে ভালো থাকার জন্য দোয়া করুন । অনেকদিন পর টেকিটিউনে আমি আবার টিউন করতে যাচ্ছি । আর আজ যে বিষয়টি নিয়ে টিউন করবো এটি আমার বিশ্বাষ অনেকেই জানেন আবার অনেকেই এর সম্পুর্ন ব্যবহার জানেন না । তাই আমি আজ এর কাজগুলো যেন অতি সহজে নিজের আয়ত্বে নেওয়া যায় তাই যতটুকু সম্ভব সহজ করে উপস্থাপন করার চেষ্টা করেছি ।
বাকিটা আপনাদের ভালো লাগলেই আমি তার সার্থকতা খুজে পাব , এবং পরবর্তী টিউন করার উৎসাহ পাব।
আপনাকে home/volume/silent button কে সুরক্ষিত রাখার জন্য আপনাকে আপনার মোবাইলের Assistive Touch open/on করতে হবে। যেভাবে করবেন, Settings>General>Accessibility>Assistive Touch >On
Siri/Voice Control (আওয়াজ /স্বর নিয়ন্ত্রক)1. Home (বাড়ি): আমরা বাড়ির বাহিরে যে যাই করিনা কেন কাজ শেষে বাড়িতে অবশ্যই ফিরি । আইফোনেও ঠিক তেমনী আপনী যে Program মেই কাজ করেননা কেন আপনাকে পেছনে যেতে হলে Home ব্যবহার করতে হবে । আবার মোবাইলকে Open করার সময়ও Home এর প্রয়োজনীয়তা আবশ্যক ।
2. Device (যন্ত্র/আকৃতি): অনেকগুলো কার্যের সমন্বয়ে একটি যন্ত্র বা Device প্রস্তুত হয়ে থাকে । এর দ্বার আমরা সাধারনত আমরা অনেক প্রয়োজনীয় কাজ করে থকি ।
Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
3. Siri/Voice Control ( আওয়াজ বা স্বর নিয়ন্ত্রক): আপনার মোবাইলের যে কোন Program আথবা another Video কোন কিছু ইন্টারনেট এর মাধ্যমে খুজার জন্য ব্যবহার করতে পারেন , শুধু মুখে বললেই হবে । Siri তবে ব্যবহার করতে আপনাকে অবশ্যই English ভাষায় বলতে হবে এবং মোবাইলে অবশ্যই internet থাকতে হবে ।
4. Favorite (প্রিয়): এখানে একটি pinch দেওয়া থাকে সেটি দ্বারা আপনী যেকোন শব্দকে বড় অথবা ছোট করে দেখতে পারবেন ।
এবং আপনার আকা Gesture গুলো এখানে পাবেন ।
আমার পুরোনো টিউনগুলো পড়তে এখানে ক্লিক করুন ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।