আমাদের কথা খুঁজে নিন

   

পাকিস্তানের দূতাবাস বন্ধের দাবি মহিউদ্দিনের

চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন বুধবার দুপুরে নগরীর দারুল ফজল মার্কেটে দলীয় কার্যালয়ের সামনের সড়কে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ দাবি জানান।
পাকিস্তানের পার্লামেন্টে প্রস্তাব পাসের প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয়।
মহিউদ্দিন বলেন, “পাকিস্তানে প্রতিদিন খুন-খারাবি চলছে। আর তারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে এটা মেনে নেব না। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আমাদের প্রয়োজন নেই।

তোমরা আমাদের শত্রু। ”
সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, “নগর আওয়ামী লীগ ও মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে বলছি- বাংলাদেশের কাছে ক্ষমা না চাইলে তাদের দূতাবাস বন্ধ করে দিতে হবে। তাদের সঙ্গে বন্ধুত্বের সম্পর্কও ছিন্ন করতে হবে। তা না হলে তাদের স্পর্ধা আরো বেড়ে যাবে। ”

জাতিসংঘ মহাসচিব বান কি মুনের সমালোচনা করে তিনি বলেন, “আমরা আইন অনুযায়ী যুদ্ধাপরাধের বিচার করেছি।

সংবিধান পরিপন্থী কিছু করিনি। আপনারাই (জাতিসংঘ) স্বাধীনতার বিরোধিতা করেছিলেন। ”
কারো চোখ রাঙ্গানিতে যুদ্ধাপরাধের বিচার বন্ধ হবে না বলে মন্তব্য করেন তিনি।
সমাবেশে প্রথমবারের মত প্রকাশ্যে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের সমালোচনা করেন মহিউদ্দিন চৌধুরী।
তিনি বলেন, “ড. ইউনূস আমাদের মেধাবী সন্তান।

আমরা তাকে সম্মান করি। কিন্তু আশা করি তিনি এমন কিছু করবেন না যাতে জাতির জন্য কলঙ্ক বয়ে আনে। ৭১ সালে তিনি যুবক ছিলেন। তখন তিনি দেশের জন্য কি করেছিলেন?
“অনেকে বলেন শেখ হাসিনা কেন ড. ইউনূসের বিপক্ষে কথা বলেছেন? আমি বলি, দেশের স্বার্থের পরিপন্থী কিছু করলে সে যেই হোক না কেন আমরা তার বিরুদ্ধে অবস্থান নেব। ”
সমাবেশে অন্যদের মধ্যে নগর আওয়ামী লীগের সহসভাপতি ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল,  সাধারণ সম্পাদক আজম নাছির উদ্দিন প্রমুখ বক্তব্য দেন।


সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.