পেপ গার্ডিওলা একজন কোচ হিসেবে ফিফা ক্লাব এবং ওয়ার্ল্ড কাপ জয় করেছেন দুইবার। বার্সেলোনা তার অধীনেই ২০০৯ ও ২০১১ সালে ক্লাব বিশ্বকাপ জয় করেছিল। প্রথমবার হারিয়েছিল আর্জেন্টাইন ক্লাব এস্টুডিয়ান্টেসকে। দ্বিতীয়বার ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসকে। বায়ার্ন মিউনিখের এটাই প্রথম ক্লাব বিশ্বকাপ।
গত মঙ্গলবার সেমিফাইনালে চীনা ক্লাব গুয়াংজু এভারগ্রান্ডকে ৩-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠেছে বায়ার্ন মিউনিখ। গত পাঁচ বছরের মধ্যে ক্লাব বিশ্বকাপে এটি পেপ গার্ডিওলার তৃতীয় ফাইনাল! ফাইনালে ব্রাজিলিয়ান ক্লাব অ্যাটলেটিকো মিনেইরোর মুখোমুখি হতে পারে গার্ডিওলার শিষ্যরা। গত রাতেই দ্বিতীয় সেমিফাইনালে রোনালদিনহোরা মুখোমুখি হয়েছে মরক্কোর ক্লাব রাজা ক্যাসাব্লাঙ্কার। বড় ধরনের অঘটন না ঘটে থাকলে ফাইনালে বায়ার্ন মিউনিখের সঙ্গী হওয়ার কথা রোনালদিনহোদেরই!
এশিয়ান ক্লাব গুয়াংজুর বিপক্ষে ম্যাচের শুরু থেকেই নিয়ন্ত্রণে ছিল বায়ার্ন মিউনিখ। ফ্র্যাঙ্ক রিবেরি, থিয়াগো আলকান্তারা, মারিও মানজুকিচ, মারিও গোত্জেরা নিজেদের ম্যাজিক্যাল ফুটবল উপহার দিয়েছেন আদরার স্টেডিয়ামের দর্শকদের।
ম্যাচের ৪০ মিনিটে প্রথম গোল করেন ফ্র্যাঙ্ক রিবেরি। মানজুকিচ ৪৪ মিনিটে গোল করে ২-০ ব্যবধানে এগিয়ে দেন বায়ার্নকে। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে ৪৭ মিনিটে বায়ার্নকে তৃতীয় গোলটা উপহার দেন গোত্জে। মাত্র আট মিনিটেই তিন গোল! এই জয়ের পর বায়ার্ন মিউনিখের অধিনায়ক ফিলিপ লাম বলছেন, 'আমরাই ম্যাচটা নিয়ন্ত্রণ করেছি। প্রথম লক্ষ্য ছিল ফাইনালে যাওয়া।
এবার শিরোপা জয় করতে চাই। এই চূড়ান্ত লক্ষ্য নিয়েই এখানে এসেছি আমরা। '
ফিফা ক্লাব বিশ্বকাপে ব্রাজিলিয়ান ক্লাবগুলোর আধিপত্য রয়েছে। ২০০০ সাল থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টের গত ৯টি আসরের ৪টিতেই শিরোপা জয় করেছে ব্রাজিলিয়ানরা! স্প্যানিশ ও ইতালিয়ানরা দুটি করে এবং ইংলিশ ক্লাব একটি শিরোপা জয় করেছে। তবে দল হিসেবে বার্সেলোনা এবং করিন্থিয়ানসই কেবল দুটি করে শিরোপা জয়ের গৌরব অর্জন করেছে।
অ্যাটলেটিকো মিনেইরো গতকাল জয় পেয়ে থাকলে তাদের জন্যও ফাইনালটা হবে প্রথমই। বায়ার্ন মিউনিখের রিবেরি, গোত্জে, মানজুকিচ, ফিলিপ লামদের তুলনায় কোনোভাবেই অ্যাটলেটিকো মিনেইরোর রোনালদিনহোদের দুর্বল মনে করার উপায় নেই। ফাইনালে রোনালদিনহোরা উঠে থাকলে শক্ত লড়াইয়ের অপেক্ষায় থাকতে হবে গার্ডিওলার শিষ্যদের।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।