আমাদের কথা খুঁজে নিন

   

ফাইনালে এল ক্লাসিকো

আবার এল ক্লাসিকো। কোপা দেল রে'র ফাইনালে মুখোমুখি দুই স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। মুখোমুখি দুই বিশ্বসেরা সেরা তারকা আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি ও পর্তুগিজ উইঙ্গার ক্রিস্টিয়ানো রোনালদো। খেলা ১৯ এপ্রিল। কোপা দেল রে'র ফাইনালটা আগেই নিশ্চিত করেছিল রিয়াল মাদ্রিদ।

দুই লেগ মিলে তারা বর্তমান চ্যাম্পিয়ন অ্যাথলেটিকো মাদ্রিদ ৫-০ গোলে উড়িয়ে দিয়েছিল। এবার দ্বিতীয় লেগের ম্যাচে রিয়াল সোসিয়েদাদের সঙ্গে ড্র করে ফাইনালের টিকিট পেয়ে গেল বার্সেলোনা। প্রথম লেগে কাতালানরা ঘরের মাঠে ২-০ গোলে জয় পেয়েছিল। দ্বিতীয় লেগে ১-১ গোলে ড্র করেই ৩-১ গোলের ব্যবধানে এগিয়ে থেকে ফাইনাল নিশ্চিত করে।

অবশ্য কাল জয় নিয়েই মাঠ ছাড়তে পারত বার্সেলোনা।

লিওনেল মেসি খেলার ২৭ মিনিটেই গোল করে কাতালানদের এগিয়ে দেন। আর্জেন্টাইন তারকার গোলেই জয় নিশ্চিত হতে যাচ্ছিল বার্সার। কিন্তু নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার মাত্র মিনিট তিনেক আগেই ঘটে বিপত্তি। প্রতিপক্ষের এন্টোনি গ্রিয়েজমান ৮৭ মিনিটে গোলরক্ষক হোসে ম্যানুয়েল পিন্টোকে পরাস্ত করে ম্যাচে সমতা ফেরান। ম্যাচ ড্র হলেও শিষ্যদের পারফরম্যান্সে খুশি কোচ মার্টিনো।

তার ভাবনায় এখন কোপা দেল রে'র শিরোপা। বার্সা কোচ বলেন, 'এই বছর এখনো তিনটি বড় টুর্নামেন্টের শিরোপা বাকি রয়েছে। ইতোমধ্যেই আমরা একটির ফাইনালে পৌঁছেছি। এখন শুধু শিরোপা জয়ের অপেক্ষা। ফাইনাল ম্যাচের এখনো অনেকদিন বাকি।

কিন্তু ম্যাচটি যেহেতু 'এল ক্লাসিকো' তাই এই ফাইনালের গুরুত্ব্ই আলাদা। '

বার্সেলোনা কোচ এখন অনেকটাই স্বস্তিতে। কেননা দলের সেরা তারকা লিওনেল মেসি ফর্মে ফিরেছেন। আগের ম্যাচেও লা লিগায় জোড়া গোল পেয়েছেন মেসি। আর এ ম্যাচে এক গোল।

তাই ফাইনাল নিয়ে যেন অনেক বেশি আশাবাদী হয়ে পড়েছেন মার্টিনো। তবে রিয়াল মাদ্রিদের মতো প্রতিদ্বন্দ্বীকে হারাতে চাইলে অন্য খেলোয়াড়দের ফর্মে থাকাও জরুরি। তিনি বলেন, 'এই শিরোপা জয়ের ব্যাপারে আমি আশাবাদী। লিওনেল মেসি ফর্মে ফিরেছেন। অন্য ফুটবলাররাও ভালো করছেন।

তবে ফাইনালে অবশ্যই আমাদেরকে একটি দল হিসেবে খেলতে হবে। প্রতিপক্ষের শক্তি কিংবা সামর্থ্য নিয়ে অতোশত ভেবে লাভ নেই। তবে এল ক্লাসিকো বলেই খানিকটা বাড়তি গুরুত্ব দিতে হবে। '

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।