আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে কেন ফাঁসির আসামী হতে হয় ?



দেশের সাম্প্রতিক সময়ের চলমান নৈরাজ্যকর পরিস্থিতি অত্যন্ত হতাশাজনক । স্বাধীনতার ৪২ বৎসর পরেও কেউ ধর্ম বেঁচে খাচ্ছে , কেউ চেতনা বেঁচে বাচতে চাইছে । । এইদেশে রাজনীতির জন্যে প্রতিদিন কাউকে না কাউকে জীবন দিতে হয় । রাজনীতির নোংরা থাবা হতে বিশ্ববিদ্যালয়ের মত পবিত্র জায়গাও নিরাপদ নয় ।

অত্যন্ত দুঃখ হয় যখন দেখি বিশ্ববিদ্যালয়ের ছাত্রের হাতে একজন নিরীহ মানুষের মৃত্যু । দেশের ইতিহাসে সব চেয়ে আলোচিত হত্যাকাণ্ড হল বিশ্বজিত হত্যা । আজ এই হত্যাকাণ্ডের রায় দেওয়া হয়েছে, এতে আটজনকে মৃত্যুদণ্ড এবং তের জনকে যাবজ্জীবন দেওয়া হয়েছে , অথচ কোথাও একবারের জন্যেও আলোচিত হল না কেনও বা কার নির্দেশে এই হত্যাকাণ্ড ঘটল । অপরাধের মূল কুশীলবরা যতদিন আলোচনার বাহিরে থাকবে ততদিন এই ধরনের জঘন্য অপরাদ ঘটবেই । একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে কেন ফাঁসির আসামী হতে হয় ? তাদের হাতে কে বা কারা নেশা এবং অস্ত্র তোলে দিচ্ছে ? এই ব্যাপারগুলো নিয়ে যতদিন সচেতনতা গড়ে উঠবেনা ততদিন ছাত্র রাজনীতির নামে অপরাজনিতির ফাঁদে আরও অনেক মেধাবীকে বলী হতে হবে কেউ হয়ত জীবন দিয়ে আর কারও দ্বারা জীবন গিয়ে ।

আমাদের রাজনীতিবিদরা তাদের নিজেদের স্বার্থে আর কত নোংরা হবে ? । উকিল , সাংবাদিক, ডাক্তার , কেউ দলবাজির উরধে নয় পুরা দেশটারে ভাগ করে ফেলা হয়েছে । একবারের জন্যে হলেও ভেবে দেখুন আগামী প্রজন্মের জন্যে আমরা কেমন দেশ রেখে যাচ্ছি ধর্মপ্রেম আর দেশপ্রেম নিয়ে বিভক্ত একটি জাতি । শুধুমাত্র ক্ষমতার জন্যে পুরা দেশের মানুষের ভাগ্য নিয়ে খেলার কোন অধিকার রাজনীতিবিদদের নেই ।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.