আমাদের কথা খুঁজে নিন

   

ক্যান্ডি ক্রাশ নয়, শীর্ষে মাইনক্রাফট

ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে অনলাইনের বিনামূল্যে খেলাগুলোর কারণে মাইনক্রাফটের সাফল্য প্রায় এক বছর থেমে ছিল। আইওএসের জন্য প্রকল্পিত মোজাংয়ের স্যান্ডবক্সটি ২০১১ সালের নভেম্বরে বাজারে এসেছে।
আর ২০১৩ সালে ১৮টি গেইমকে পেছনে ফেলে যুক্তরাজ্যের জনপ্রিয় ২০টি গেইমের মধ্যে একমাত্র পেইড গেইম হিসেবে জায়গা দখল করে নিয়েছে এটি।
কো¤পানির উদ্দেশ্য না থাকলেও ইতোমধ্যে বাচ্চাদের মধ্যে যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠেছে গেইমটি।
কো¤পানিটির বিজনেস ডেভেলপার ড্যানিয়েল কেপলান গার্ডিয়ানকে এক সাক্ষাৎকারে বলেছেন, “গেইমটি বানানোর সময়, বাচ্চাদের প্রতিক্রিয়া কী হবে তা নিয়ে ভাবিনি আমরা। কিন্তু এটা ভেবেছিলাম হয়তো বড় ভাইবোনদের খেলতে দেখলে তারাও খেলতে চাইবে। এত জনপ্রিয় করে তোলার কোনো উদ্দেশ্যই আমাদের ছিল না।”
অন্যদিকে ক্যান্ডিক্রাশের ডেভেলপার সিবাস্টিয়ান নাটসন গার্ডিয়ানকে জানিয়েছেন, ২০১২ সালের নভেম্বরে বাজারে আসা গেইমটি কিছু কিছু এলাকায় জনপ্রিয়তার প্রথম ধাপ পেরিয়ে গেছে। আইপ্যাডের জনপ্রিয় ১০টি পেইড গেইমের তালিকায় আরও রয়েছে রেক-ইট রাল্প, অ্যাংরি বার্ডস স্টার ওয়ার্স এইচডি, দ্য চেইস, টেম্পল রান: ওজি, গ্র্যান্ড থেফট অটো: ভাইস সিটি, অ্যাংরি বার্ডস স্টার ওয়ার্স ২-এর মতো গেইমস।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।