আমাদের কথা খুঁজে নিন

   

মামা, প্রাণ হজম ক্যান্ডি কী এক টাকার কয়েন হজম করতে পারবে?? শিশুদের জন্য ভয়ংকর এ বিজ্ঞাপনটি বন্দ করা হোক।

আকাশটা ছুঁয়ে দেখতে ইচ্ছে করে

মামা, প্রাণ হজম ক্যান্ডি কী এক টাকার কয়েন হজম করতে পারবে?? গত রাতে আমার ৪বছর বয়সী ভাগিনা উপরের প্রশ্নটি করেছিল। প্রশ্ন শুনে উত্তর দিব কি নিজেই বিষয়টির মাথা-মুন্ডু কিছু বুঝতে না পেরে ভাগিনাকেই জিজ্ঞেস করলাম, মামা কী বললা? প্রাণ হজম ক্যান্ডির সাথে কয়েনের সম্পর্ক কী? আর কয়েন কি খাওয়ার জিনিস নাকি যে তুমি সেটা খেতে যাবে। ভাগিনা বিজ্ঞের মত উত্তর দিল। মামা, তুমি কিচ্ছু জাননা। টিভিতে দেখনাই, লোহা খেয়ে প্রাণ হজম ক্যান্ডি খেলে যে লোহাও হজম হয়ে যায়? বিষয়টা তখনো আমার মাথায় ঢুকছিল না।

কিছুক্ষণ পরেই ভাগিনা টিভিতে প্রচারিত প্রাণ হজম ক্যান্ডির বিজ্ঞাপনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলল, এই যে দেখ- সত্যিই তো, ভয়ংকর ব্যাপার! প্রাণ হজম ক্যান্ডির বিজ্ঞাপনে দেখানো হচ্ছে যে এক গুরু তার শীর্ষ্যকে একটা লোহার টুকরা খেতে দিয়ে বলছেন, এটা খেয়ে প্রাণ হজম ক্যান্ডি খা। তাহলেই সব হজম হয়ে যাবে। বিষয়টি আগে এভাবে লক্ষ্য করিনি। কিন্তু গতকাল ভাগিনার কথা শুনে বুঝতে পারলাম এটি শিশুদের জন্য কতটা ভয়ংকর হতে পারে। শিশুরা সাধারণত অনুকরণ প্রিয়।

আর তাদের প্রিয় খাবার চকলেটের বিজ্ঞাপনে এ ধরণের প্রচার কতটা ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে শিশুদের। পরে ভাগিনা বলেছে, প্রথমে সে লোহার টুকরা খেয়ে প্রাণ হজম ক্যান্ডি খেয়ে দেখতে চেয়েছিল । কিন্তু লোহা না পেয়ে বুঝতে পারছিল না যে কয়েন খাওয়া যায় কিনা? তাই আমাকে জিজ্ঞেস করেছিল। পরে আমি তাকে বুজিয়ে বললাম, বিষয়টা অনেক ভয়ানক। আর এটা করলে তার মৃত্যুও অনিবার্য।

কিন্তু তার কথা একটাই, টিভিতে যে বলছে!! অবশেষে সে বুঝেছে এবং কথা দিয়েছে আর কখনো সে এসব খাওয়ার কথা মাথায় আনবে না। কিন্তু ভাবছি, ভাগিনা যদি আমাকে না বলে নিজেই কয়েন খেয়ে ফেলত তাহলে কি অবস্থা দাঁড়াত? আর একই অবস্থা তো অন্য শিশুদের ক্ষেত্রেও হতে পারে। তাই বিষয়টির ভয়াবহতা উপলব্ধি করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্ভে উক্ত বিজ্ঞাপনটির প্রচার বন্দ করার দাবি জানাচ্ছি। একই সাথে শিশুদের পণ্যের যে কোন বিজ্ঞাপন তৈরির সময় তাদের মনস্তাত্তিক বিষয়টি যে বিবেচনা রাখা হয় সে ব্যাপারেও যথাযত কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।