প্রখ্যাত অভিনেতা খালেদ খানের মৃত্যু গুজব ছড়িয়েছিল। কিন্তু আশার খবর হচ্ছে, অভিনেতা সাড়া দিয়েছেন। গতকাল তিনি নিজের হাত নাড়িয়েছেন। তবে তার অবস্থা আগের মতোই বলা যায়। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে তিনি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত খালেদ খান বারডেম হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে [আইসিইউ] ছিলেন। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
এদিকে খালেদ খানের পরিবার সবার কাছে দোয়া চেয়েছেন।
খালেদ খান দীর্ঘদিন মোটর নিউরন সমস্যায় ভুগছিলেন। সোমবার বিকালে তার রেসপিরেটরি অ্যাটাক হয়।
এ সময় তিনি হৃদরোগেও আক্রান্ত হন। এর পর তাকে বারডেম হাসপাতালে ভর্তি করা হয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।