আমার মাঝে একজন কবিকে আমি লালন করি
একটা প্রেম করা দরকার
সেই মনবাঞ্ছায় তোমার পানে দাঁড়ালাম
তুমি কি সাড়া দিবে?
তোমার শুভ্র হাতটি ধরে
হাঁটতে চাইলাম বহু দূরের পথ
আঙ্গুল ছোঁয়ালাম - ইশারা দিতে
তুমি কি সাড়া দিবে?
আমার চোখে প্রেম পিয়াসা
তোমার চোখের পানে চেয়ে তা বুঝালাম
তুমি হেয়ালী দৃষ্টিতে তাকালে আমার দিকে
বুঝছ না কেন, তোমারই প্রেম আমার দরকার
তোমার জন্য এই হৃদয়-অবিরত করছে হাহাকার
তোমার হৃদয় দুয়ারে দাঁড়িয়ে আমি অপেক্ষারত
তুমি কি সাড়া দেবে?
(বি.দ্র.যাদের কবিতাটি ভালো লাগে নাই বা যাদের ভালো লেগেছে তাদের জন্য এই গানটা ডেডিকেট করলাম-গানটা শুনতে
Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।