আমাদের কথা খুঁজে নিন

   

শিঘ্রই মাঠে নামছেন মেসি

পায়ের পেশিতে চোট লাগার পর শিঘ্রই মাঠে নামছেন লিওনেল মেসি। চোটের কারনে দীর্ঘদিন মাঠের বাইরে থাকায় বঞ্চিত মেসি ভক্তরা। সেই দুশ্চিন্তা কাটতে শুরু করেছে।

তার ক্লাব বার্সেলোনার পক্ষ থেকে জানানো হয়েছে, পায়ের পেশির চোট থেকে দ্রুত সেরে উঠছেন আর্জেন্টিনার এই তারকা ফুটবলার।

বৃহস্পতিবার বার্সেলোনার ওয়েবসাইটে বলা হয়, আর্জেন্টনার রাজধানী বুয়েনস আইরেসে ক্লাব বার্সার চিকিৎসক রিকার্দো প্রুনার তত্ত্ববধানে মেসির পুনর্বাসন প্রক্রিয়া খতিয়ে দেখা হয়।

চোট কাটিয়ে ওঠোর পথে অনেকটা উন্নতি করেছেন টানা চারবারের ফিফা বর্ষসেরা এই ফুটবলার।

আগামী সোমবার আরেকবার পরীক্ষার পর জানা যাবে, কবে থেকে পুনর্বাসন প্রক্রিয়ার তৃতীয় ধাপ শুরু করবেন মেসি। মেসির সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়া দেখতে গত মঙ্গলবার আর্জেন্টিনা পৌঁছান চিকিৎসক প্রুনা ও বার্সেলোনার ক্রীড়া পরিচালক আন্দোনি সুবিসাররেতা।

গত ১০ নভেম্বর রিয়াল বেটিসের বিপক্ষে ম্যাচে চোট পেয়েছিলেন মেসি। তারপর থেকেই মাঠের বাইরে এ মৌসুমে ১৬ ম্যাচে ১৪ গোল করা মেসি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.