আমাদের কথা খুঁজে নিন

   

'ইলেক্ট্রনিক্স মিডিয়ার জন্য খুব শিঘ্রই স্বতন্ত্র ওয়েজ বোর্ড'

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ইতিমধ্যে প্রিন্ট মিডিয়ার জন্য ওয়েজ বোর্ড বাস্তবায়িত হয়েছে। ইলেক্ট্রনিক্স মিডিয়ার জন্য খুব শিঘ্রই স্বতন্ত্র ওয়েজ বোর্ড গঠন করা হবে। সেই সাথে টেলিভিশন ও এফএম রেডিও এর জন্য সম্প্রচার নীতিমালা গঠন করা হবে।

তিনি আজ মাদারীপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ইনকিলাবের সম্পাদক তাদের ভূল স্বীকার করেছেন।

এ জন্য তাকে ধন্যবাদ। আমার দেশ পত্রিকার ডিক্লারেশন মূলত বন্ধ করা হয়নি। যে কোন সময় চালু হতে পারে। দিগন্ত টিভি ও ইসলামি টিভির লাইন্সেস বাতিল করা হয়নি। যে কোন সময় এই ব্যাপারে সদ্ধিান্ত নেয়া হবে।

অনুষ্ঠানে সভাপত্বিত করেন প্রেসক্লাবের আহবায়ক এবিএম বজলুর রহমান খান রুমি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহণমন্ত্রী শাজাহান খান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জি.এস.এম জাফর উল্লাহ, জেলা পরিষদ প্রশাসক মো. মিয়াজউদ্দিন খান, পুলিশ সুপার খোন্দকার ফরিদুল ইসলাম প্রমুখ।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.