আমাদের কথা খুঁজে নিন

   

তোমাকে খাবো

সন্ধি মুহিদ

এই তো মাঝরাতের ক্ষুধা আমার, খালি পেটে, খালি বুকে অসহ্য একাকীত্ব! তুমি কয়েক মাইল দূরে তোমার সিঙ্গেল বেডে শুয়ে, বলো তো, কীভাবে এই ক্ষুধা মেটাই? কচমচ করে ন্যাতানো বিস্কুটে চুমু খেয়ে যাই, দাঁত কামড়ে কামড়ে কল্পনায় এ যেন তোমার দাঁতে আমার জিহ্বার স্পর্শ! আহা, তোমার নিঃশ্বাসের কার্বন ডাই অক্সাইডে আমার জন্য কত অক্সিজেন তুমি যোগাচ্ছ, জানো তো? এই যে, আমার শেষরাতের ক্ষুধা! শুনছো, মোগলাই খাবারেও এই ক্ষিদে মিটবে না! আমার ক্ষুধাটা তোমারই জন্য, বোঝো তো? তোমাকেই খেয়ে ফেলব, একদিন! অনেক ভরপুর দিনের নিঃসঙ্গ তৃষ্ণা আমার! ১৬-১২-১৩ তোমাকে খাবো সন্ধি মুহিদ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.