ইকোনোমিস্ট
ভোটের সব এজেন্ডা, সব ইশতেহার এখন এক জায়গায় এসে থেমেছে, খালেদা বেগম ভোট পেলে, 'শাস্তি-প্রাপ্ত রাজাকারদের কি হবে?' এই ইশতেহারের কোন উত্তর আছে উনার কাছে? পাকিস্তানী পার্লামেন্ট, কা: মোল্লার জন্য শোক প্রস্তাব নেয়ার পর, খালেদা বেগম আর ভেঁড়ার ছামড়া পরে 'জাতীয় নেতাদের' সুবিচারের কথা বলে হালে বাতাস পাবেন না। কাদের মোল্লার শাস্তি কার্যকর করার পর, অনেককিছু বদলে গেছে, বেগম তা টের পাননি।
উনি ফাইনালের ব্যাপারেও পেছনে আছেন, ফাইন্যাল কয়েকবার হয় না: সর্বশেষ ফাইনাল খেলার ঘোষনা দিয়ে খেলে গেছেন ফখরুল সাহেব: রেজাল্ট উনি পেয়ে গেছেন।
যাক, খালেদা বেগম যদি খেলতে চান, এ সিজনে সময় খুবই কম: ২৩ তারিখ অবধি উনার 'অবরোধ' প্রোগ্রাম চলছে, ২৬ তারিখে বুট-ওয়ালারা নামবে; মাঝখানে সময় ২ দিন; এই ২ দিনে তিনি কিকি করতে পারবেন? ২৫ শে অক্টোবর থেকে উনার প্রাপ্তি হলো ৩০০ দগ্ধ মানুষ, ৫০০০ পোড়া যানবাহন, ৭ হাজার কাটা গাছ, বাংগালী জাতির রেল পুরোপুরি ধ্বংস, ১৫ হাজার আহত, ৩০০০ ঘর বাড়ী ছাই, ২০০০ পুলিশ আহত, ৩০০ জন মৃত।
আমার ধরণা, উনার ফাইন্যাল হয়ে গেছে, এখন অপেক্ষা করতে হবে শিবিরের গেরিলা যুদ্ধের বিচারের জন্য; গ্রেনেড হত্যার, জিয়া অরপেনেজের বিচার ইত্যাদির জন্য; উনার দিন শেষ হয়ে গেছে।
উনি বরং এখন থেকে শেখ হাসিনার কি হবে, সেটা নিয়ে সময় কাটাতে পারেন: শেখ হাসিনার শেষ কোথায়, তা দেখার জন্য মিডিয়ার সামনে বসে, 'অবস্হান ধর্মঘট' ঘোষনা করতে পারেন; আর সামান্য বেগম কি করে এতবড় জাতিকে এত বছর বাঁশ দিলেন, তা ভেবে হতবাক হতে পারেন; অবশ্য লালঘরেও তিনি সেসব সুবিধা পাবেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।