আমাদের কথা খুঁজে নিন

   

আর্জেন্টিনার খেলা দেখবেন না তেভেস

সেরি আতে দারুণ ফর্মে আছেন জুভেন্টাসের হয়ে লিগে ১০ গোল করা তেভেস। অথচ জাতীয় দলে ডাক পাওয়ার কোনো ইঙ্গিত নেই। ২০১১ সালের আগস্টে আলেহান্দ্রো সাবেলা কোচ হওয়ার পর তেভেসকে একরকম উপেক্ষাই করে গেছেন।
আর্জেন্টিনার লা লেড রেডিও স্টেশনকে তেভেস বলেন, "যদি সাবেলা আমাকে না ডাকে, আমিও ফোন করে তাকে শুধাবো না, কেন আমাকে তিনি নেননি। তাকে শান্তিতেই থাকতে দিব।

কারণ আমাকে না ডাকাটা সাবেলার জন্য মোটেও সহজ হচ্ছে না। আমি জানি, তার উপর (আমাকে নেয়ার জন্য) অনেক চাপ আছে বিশেষ করে ভক্তদের কাছ থেকে। "
ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই স্ট্রাইকার জানান, আজেন্টিনা দলের সদস্যদের এবং অধিনায়ক মেসির সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে। তাই বলে বিশ্বকাপের খেলা দেখতে গিয়ে ঘুম নষ্ট করতে চান না তেভেস।
"আমি মনে হয় টিভিতে খেলা দেখবো না কারণ জাতীয় দলের খেলা দেখাটা আমাকে কষ্ট দেবে।

এটা আমার জন্য ভালো হবে না। "
কিছু ক্রীড়া বিশ্লেষকরা অবশ্য বলছেন, ২০১১ সালে কোপা আমেরিকার কোয়ার্টার-ফাইনালে উরুগুয়ের কাছে হেরে যাওয়া ম্যাচে সর্বশেষ খেলা তেভেস কোচের কৌশলগত পরিকল্পনার সঙ্গে খাপ খান না। অনেকে আবার বলছেন, তেভেস দলের ঐকতানকে বাধাগ্রস্ত করবে।
২০০৬ ও ২০১০ সালের বিশ্বকাপের আর্জেন্টিনা দলে ছিলেন তেভেস।
দুই বারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা 'এফ' গ্রুপে বসনিয়া-হার্জেগোভিনা, ইরান ও নাইজেরিয়ার বিপক্ষে খেলবে।

ব্রাজিলে আগামী বছরের বিশ্বকাপ ফুটবল শুরু হবে ১২ জানুয়ারি।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.