দৃশ্যপট-১
আমার এক বড় ভাইয়ের বাড়ি লক্ষীপুর জেলার রামগতি উপজেলায়, চাকরি সুত্রে দিনাজপুর থাকেন। গত সপ্তাহে তার বাবা মারা যান কিন্তু তিনি তার জন্মদাতা পিতাকে শেষ দেখা দেখতে যেতে পারেননি কারণ তখন আমরা গনতন্ত্র রক্ষা করছি। অবরোধ নামক ভয়ানক রোগ আমাদের অবরুদ্ধ করে রেখেছে।
দৃশ্যপট-২
আমার এক প্রতিবেশীর দেশের বাড়ি বরিশাল, চাকরি সুত্রে ব্রাক্ষণবাড়িয়া থাকেন। কিছুদিন আগে এখানে তার মা মারা যান। ভদ্রলোক তার মাকে নিয়ে দেশের বাড়ি যেতে পারেন নাই, তার কোন ভাই-বোন তাদের মাকে শেষ দেখা দেখতে পারেনি। বাধ্য হয়ে ভদ্রলোক তার মাকে এখানে মাটি দেন কারন তখন আমরা সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করছি।
দৃশ্যপট-৩
আমার এক ছোট ভাইকে গত ১২ তারিখে সাপ্তাহিক ছুটি কাটাতে বাড়িতে যাওয়ার পথে কুমিল্লা জেলার লাকসাম উপজেলা থেকে ৩০ কিলোমিটার পথ পায়ে হেঁটে বাড়ি পৌছায়, পথে হাইজাকার মহোদয়রা গায়ের জামা কাপড় রেখে সবকিছু নিয়ে গিয়েছিল কিন্তু সে কিছুই করতে পারে নাই কারন তখন আমরা গনতন্ত্র রক্ষা করছি
দৃশ্যপট-৪
গত ২৫ দিনে অবরোধকালীন সহিংসতা ১২০ টি তাজা প্রাণ কেড়ে নিল, আমরা কিছু বলি নাই কারন আমরা সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করছি
এভাবে প্রতিনিয়ত দেশের বিভিন্ন প্রান্তে কোন না কোন অপ্রীতিকর ঘটনা ঘটে চলেছে কিন্তু আমরা সবাই নিশ্চুপ হয়ে বসে আছি কারণ আমার গনতন্ত্র ও সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার মহান কাজে ব্রত। কবির ভাষায় বলতে ইচ্ছে হয় আর "কতটুকু পথ হাটলে বলো পথিক হওয়া যায়" আর "কতটুকু অমানবিক হলে গনতন্ত্র রক্ষা পাবে"? আর কতগুলো প্রাণ নিভে গেলে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা হবে?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।