আমাদের কথা খুঁজে নিন

   

প্রধানমন্ত্রীর বক্তব্যে সমঝোতার পথ রুদ্ধ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যই সমঝোতার পথ রুদ্ধ করেছে। আজ শনিবার বিকাল ৫টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ১৮ দলীয় জোটের ডাকা পঞ্চম দফা অবরোধের প্রথম দিন শেষে ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।

নজরুল ইসলাম খান বলেন, জাতিসংঘের সহায়তায় আমরা আলোচনায় বসেছিলাম দশম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে। কখনই একাদশ সংসদ নিয়ে আলোচনা হয়নি। একাদশ নিয়ে আমাদের কোনো চিন্তাভাবনা নেই।

আমাদের আন্দোলন চলছে, চলবে।

তিনি বলেন, ভোটারবিহীন নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করে সরকার দেশপ্রেমিক এই বাহিনীকে জনগণের বিপক্ষে দাঁড় করাচ্ছে। দেশের অধিকাংশ আসনে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি আসনগুলোতেও কোনো প্রতিদ্বন্দ্বী নেই। তবু বিনা প্রয়োজনে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

এতে আমরা বিস্মিত।

তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে পাতানো নাটকের মাধ্যমে দেশি-বিদেশি মহলে সরকার ব্যাপক সমালোচনায় পড়েছে। এ অবস্থায় আমাদের ভোটের অধিকার প্রতিষ্ঠার লড়াই চলছে। আশাকরি এ লড়াইয়ে আমরা জিতবই।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির সহ দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.