আমাদের কথা খুঁজে নিন

   

ফেসবুক পেজে যারা একসাথেই সব ফ্রেন্ডদের ইনভাইট করতে সমস্যা হচ্ছে তাদের জন্য, সম্পূর্ণ আপডেট কোড নিয়ে!!

কেমন আছেন সবাই, আশা করি সবাই ভাল আছেন। এটি নিয়ে আগেও পোস্ট হয়েছে আজ আমি আপডেট কোডটি নিয়ে আলোচনা করব। আজ কাল কম বেশি সবারই ফেসবুক পেজ আছে। এখন আমি আপনাদের দেখাবো যে কিভাবে একসাথেই আপনার সব ফেসবুক ফ্রেন্ডদের আপনার পেজে ইনভাইট করতে পারেন। এর আগে Google Chrome নিয়ে আলোচনা করেছে আমি Mozilla Firefox নিয়ে আলোচনা করব।

● Mozilla Firefox দিয়ে ফেসবুকে লগইন করুন। ● আপনার ফেসবুক পেজটিতে যান। ●  Invite Friends এ ক্লিক করে Search all friends এ ক্লিক করুন এবং লিস্টের শেষ পর্যন্ত যান। ● এবার Ctrl+Shift+K চাপুন, একটি নতুন পপআপ বক্স ওপেন হবে। এবার পপআপ বক্সটিতে নিচের কোডটি পেস্ট করে enter দিয়ে close করুন।


var inputs = document.getElementsByClassName('uiButton _1sm'); for(var i=0; i<inputs.length;i++) { inputs[i].click(); } বুঝতে সমস্যা হলে এই ভিডিও টিউটোরিয়ালটি দেখতে পারেন! সময় থাকলে আমার ওয়েব সাইটে গুরে আসার অনুরোধ রইল(মুক্ত পৃথিবী)! আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ !

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.