আমাদের কথা খুঁজে নিন

   

রাষ্ট্রদূতদের সঙ্গে বিএনপির বৈঠক

গুলশানের হেরিটেজ হোটেলে রোববার দুপুর থেকে দুই ঘণ্টার এই বৈঠকে কী আলোচনা হয়েছে, সে বিষয়ে কিছু জানাননি বিএনপির দুই নেতা।
বিএনপির পক্ষে বৈঠকে ছিলেন সাবেক দুই কূটনীতিক, তারা হলেন সহসভাপতি শমসের মবিন চৌধুরী ও চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ।
কূটনীতিকদের মধ্যে ছিলেন যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট গিবসন, কানাডার হাইকমিশনার হিদার ক্রুডেন, নেদারল্যান্ডসের হাইকমিশনার গার্বেন ডি ইয়ং, অস্ট্রেলিয়ার হাইকমিশনার গ্রেগরি এ উইলকক ও দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি উন-ইয়ং।
প্রধান বিরোধী দলবিহীন আগামী ৫ জানুয়ারির নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়ন ‘না’ জানানোর দুই দিনের মধ্যে এই বৈঠক হল।
ইউরোপের দেশগুলো সব দলের অংশগ্রহণে নির্বাচনের প্রত্যাশা জানিয়ে আসছে। তারা বলছে, বিএনপিবিহীন নির্বাচন বাংলাদেশের জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না।
দশম সংসদ নির্বাচনে বিএনপির অংশ নেয়ার সুযোগ নেই বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে আসছেন, যদিও বিএনপি এই নির্বাচন স্থগিত করে রাজনৈতিক সমঝোতার জন্য অপেক্ষা করতে বলছে।
নির্বাচনে অংশ নেয়ার সুযোগ না থাকলেও বিএনপির সঙ্গে আলোচনা চালিয়ে যাবেন জানিয়ে শেখ হাসিনা বলেছেন, যদি সমঝোতা হয় তাহলে পরবর্তী সংসদ ভেঙে নতুন করে নির্বাচন দেয়া হবে।  

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।