আমি ফ্রি নেটের ব্যাপারে এক্সপার্ট নই। গুগলে সার্চ দিলে ফ্রি নেটের অনেক ট্রিক পাবেন। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই সিমে টাকা থাকলে টাকা কেটে নেয়। এজন্য আমরা সবাই অতিরিক্ত একটি সিম ব্যাবহার করি যাতে কোন টাকা রাখিনা। কিন্তু এবার রেগুলার সিম দিয়েই সম্ভব হবে সেটি।
আমি এটি গ্রামীন ফোনে সফল ভাবে চালাতে পেরেছি, অন্যগুলোর কথা জানিনা। এর জন্য যা করতে হবে
প্রথমে আপনার গ্রামীন সিমের ব্যালান্স শূন্য বা তার কাছাকাছি নিয়ে আসুন। এরপর ইমার্জেন্সী ব্যালান্সের জন্য রিকুয়েষ্ট করুন, এজন্য ডায়াল করুন *1010*1#
তারপর আপনার সিমে 10 টাকা লোড করুন, আপনি টাকাটা মেইন ব্যালান্সে পাবেননা ইমার্জেন্সী ব্যালান্সের জন্য
আবার ইমার্জেন্সী ব্যালান্সের জন্য রিকুয়েষ্ট করুন *1010*1#আপনার মোট ইমার্জেন্সী ব্যালান্সের পরিমান 20 টাকা, পরিমান জানতে ডায়াল করুন *566*28#
আবার টাকা লোড করুন এবং ইমার্জেন্সী ব্যালান্সের জন্য রিকুয়েষ্ট করুন এভাবে যত খুশি আপনার ব্যালান্স সমৃদ্ধ করে নিন। তবে সাবধান একবারে 10 টাকার বেশি লোড দিবেননা। ইমার্জেন্সী ব্যালান্স থেকে শুধুমাত্র কল এবং মেসেজের জন্য টাকা কাটে কিন্তু নেটের জন্য কোন টাকা কাটেনা।
যেহেতু আপনার মেইন একাউন্টে কোন টাকা নেই তাই কাটতেও পারবেনা। আপনার ব্যালান্স চেক করতে হবে সবসময় *566*28# নাম্বারে ডায়াল করে। এখন এই সিম দিয়েই ফ্রি নেটের যেকোন ট্রিক টেস্ট করুন এবং আপনার পছন্দের পদ্ধতিতে ফ্রি নেটিং করতে থাকুন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।