নিজেদের মাঠে ৩৬ মিনিটে সুইডেনের স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচের গোলে এগিয়ে যায় পিএসজি। ২৫ গজ দুর থেকে দারুণ এক ফ্রি-কিকে গোলটি করেন তিনি। লিগে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা ইব্রার এটি ১৫তম গোল।
তবে প্রথমার্ধের শেষমুহূর্তে ফরাসি মিডফিল্ডার রিও মাভুবা এবং দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে আইভরি কোস্টের স্ট্রাইকার সলোমন কালুর গোলে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। শেষ পর্যন্ত অবশ্য ৭২ মিনিটে প্রতিপক্ষের আত্মঘাতী গোলে এক পয়েন্টের নিয়ে মাঠ ছাড়ে তারা।
সমর্থকদের হতাশ করলেও লিগের শীর্ষস্থানে অবশ্য পিএসজিই থাকছে, ১৯ ম্যাচে তাদের সংগ্রহ ৪৪ পয়েন্ট। সমান ম্যাচে ৪১ ও ৪০ পয়েন্ট নিয়ে পরের দুটি স্থানে আছে মোনাকো ও লিল। শুক্রবার ভ্যালেনসিয়েনের বিপক্ষে ঘরের মাঠে ২-১ গোলে হেরেছিল বড় বাজেটের দল মোনাকো।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।